Site icon Trickbd.com

[ No Clear Data ] মেসেঞ্জার থেকে লগআউট করুন। একদম নতুন পদ্ধতি।

Unnamed

আমরা অনেকেই মেসেঞ্জার ব্যবহার করি। কিন্তু মাঝে মাঝে লগআউট করার প্রয়োজন হয়। তখনই প্রধান সমস্যা দেখা দেয়। অনেক খোঁজা খুঁজি করেও লগআউট  অপশন খুঁজে পাওয়া যায় না। মনে হয় মেসেঞ্জার থেকে লগআউট করা যায় না। আবার যারা কিছুটা এডভান্সড লেভেলের ব্যবহারকারী তারা কোনো উপায় না পেয়ে সেটিংস>এপপ্স>মেসেঞ্জার এ গিয়ে ডাটা ক্লিয়ার করেন। কিন্তু এতে সত্যিকার অর্থেই লগআউট হয় না। তাই কিভাবে মেসেঞ্জার থেকে লগআউট করা যায় সেটা অজ্ঞাত থেকে যায়। অনেক বকবক করলাম। তো চলুন শুরুকরা যাক কিভাবে লগআউট করবেন।

## 1। ফেসবুক এ লগিন করুন । যেখান থেকে খুশি (ব্রাউজার, এপপ্স ইত্যাদি)

## 2। তারপর active season এ যান। active season খুঁজে পাবার জন্য ফেসবুক এর  settings> Security তে যান।

## 3। দেখবেন কিছু ডিভাইস এই লিস্ট দেয়া আছে। সবগুলা রিমোভ করে দেন।

## 4। দেখবেন মেসেঞ্জার থেকে নোটিফিকেশন এসেছ। এবং সেটা লগআউট হবার নোটিফিকেশন।

আমার পোস্ট এ কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুলভ দৃষ্টি তে দেখবেন।
☺☺☺☺☺ এতক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ।