Site icon Trickbd.com

ফেসবুক লাইভ ভিডিও করবেন যেভাবে !

Unnamed

ফেসবুকে লাইভ ভিডিও
প্রচার হালের ট্রেন্ডে
পরিণত হয়েছে। শীর্ষ
সামাজিক যোগাযোগ
মাধ্যমটিও কাজটি সহজ
করতে সদ্যই বাটনে পরিবর্তন এনেছে। তবে
কীভাবে করতে হবে তা
ঠিকঠাক না জানার কারণে
অনেকেই লাইভ ভিডিও করতে
পারছেন না। বেশ কিছু আগেও ফেসবুকে
সবার জন্য লাইভ অপশনটি
উন্মুক্ত ছিল না। সম্প্রতি
সব ব্যবহারকারীর জন্য

ফিচারটি উন্মুক্ত করে দেয়া
হয়েছে। কাজটি অবশ্য খুব বেশি জটিল নয়। সামান্য
কিছু কৌশল জানা থাকলেই
মাত্র কয়েক ক্লিকে লাইভ
ভিডিও করা যায় ফেসবুক
ব্যবহার করে। কীভাবে লাইভ ভিডিও
প্রচার করতে হয় তা এ
টিউটোরিয়ালে তুলে ধরা
হল- প্রথমে ফেসবুক অ্যাপ
চালু করে টাইমলাইনে গিয়ে
স্ট্যাটাস লেখার অংশে যেতে হবে। তারপর স্ট্যাটাস লেখার
জন্য ক্লিক করলে পেজজুড়ে
পোস্ট টু ফেসবুক অপশনটি
দেখা যাবে। সেখান থেকে
‘go live’ অপশনটিতে ক্লিক
করতে হবে সরাসরি প্রচারের জন্য। তারপর ‘Describe your live
video’ অপশনে ভিডিও
সম্পর্কে বর্ণনা দিয়ে নিচে
ডান পাশে থাকা ‘go live’
অপশনটিতে ক্লিক করতে
হবে। তাহলেই লাইভ চালু হয়ে যাবে।
Gp free 50Mb