আজ যে পদ্ধতি শেয়ার করতে যাচ্ছি তার জন্য
প্রথমে আপনার একটি ফেক আইডি তৈরী করে
নিতে হবে।এরপর যার Location Track করতে চান
তাকে একটা মেসেজ দিন।তার রিপ্লাই এর অপেক্ষা
করুন।সে রিপ্লাই দেওয়ার পরই আপনার উইনডোস
এর কমান্ড প্রম্পট অন করুন।
Run এ গিয়ে cmd লিখে
OK press করুন।
দেখুন Command Promptএসেছে।এবার কমান্ড প্রম্পট এ টাইপ করুন netstat –
a এবং Enter চাপুন।আপনি যদি মেসেজিং এর ক্ষেত্রে
netstan -nbt
লিখে ইন্টার প্রেস করুন।দেখুন,এখানে আপনার কম্পিউটারের সব আইপি
এড্রেস এবং সব রিসিভ করা আইপি এড্রেস দেখাবে।
আপনার নেটওয়ার্কের আইপি এড্রেস আগে
চেক করে নিন এখান থেকে এবার কমান্ড
প্রম্পটের আপনার আইপি ছাড়া অন্য যে আইপি
এড্রেস দেখবেন, সেটিই রিসিভড, অর্থাৎ সেই
ফেসবুক ইউজারের আইপি এড্রেস!
এবার আসা যাক যে সেই আইপি এড্রেস্টা কোন
এরিয়ার তা কীভাবে বুঝবেন। এখানে ক্লিক করে
Location Finder
সিলেক্ট করে IP Address টি দিনআর ম্যাপ সহ দেখুন লোকেশন!এ পদ্ধতিটাতে
কিছুটা সময় লাগে ঠিকই,তদে চাইলে চেস্টা করে
কাজ নাও করতে পারে।
আরো নতুন কিছু পেতে – TipsAdd.Com