Site icon Trickbd.com

ফেসবুক আইডি কোথা থেকে চালাচ্ছে Location Track মাধ্যমে জানতে পারবেন

Unnamed


আজ যে পদ্ধতি শেয়ার করতে যাচ্ছি তার জন্য
প্রথমে আপনার একটি ফেক আইডি তৈরী করে
নিতে হবে।এরপর যার Location Track করতে চান
তাকে একটা মেসেজ দিন।তার রিপ্লাই এর অপেক্ষা
করুন।সে রিপ্লাই দেওয়ার পরই আপনার উইনডোস
এর কমান্ড প্রম্পট অন করুন।

Run এ গিয়ে cmd লিখে
OK press করুন।

দেখুন Command Prompt
এসেছে।এবার কমান্ড প্রম্পট এ টাইপ করুন netstat –
a এবং Enter চাপুন।আপনি যদি মেসেজিং এর ক্ষেত্রে
পিসি তে ম্যাসেঞ্জার ব্যবহার করে থাকেন,তবে

netstan -nbt

লিখে ইন্টার প্রেস করুন।

দেখুন,এখানে আপনার কম্পিউটারের সব আইপি
এড্রেস এবং সব রিসিভ করা আইপি এড্রেস দেখাবে।
আপনার নেটওয়ার্কের আইপি এড্রেস আগে
চেক করে নিন এখান থেকে এবার কমান্ড
প্রম্পটের আপনার আইপি ছাড়া অন্য যে আইপি
এড্রেস দেখবেন, সেটিই রিসিভড, অর্থাৎ সেই
ফেসবুক ইউজারের আইপি এড্রেস!
এবার আসা যাক যে সেই আইপি এড্রেস্টা কোন
এরিয়ার তা কীভাবে বুঝবেন। এখানে ক্লিক করে

Location Finder

সিলেক্ট করে IP Address টি দিন
আর ম্যাপ সহ দেখুন লোকেশন!এ পদ্ধতিটাতে
কিছুটা সময় লাগে ঠিকই,তদে চাইলে চেস্টা করে
দেখতে পারেন।আবারো বলছি,এ পদ্ধতি সবসময়
কাজ নাও করতে পারে।

আরো নতুন কিছু পেতেTipsAdd.Com