কেমন আছেন সবাই,আশা করি ভাল
আছেন,আবার
অজানা তথ্য নিয়ে হাজির হলাম,
ফেসবুক হচ্ছে খুব জনপ্রিয় একটা
যোগাযোগের মাধ্যম। এতে কম বেশী
সবারই একটা অ্যাকাউন্ট আছে আর সবাই
ফেসবুক স্ট্যাটাস দেয় ও ফেসবুক স্টাটাস
পড়ে। কেউ ব্যবহার করে ফেসবুক লাইট
আনার কেউ ভক্ত ফেসবুক স্টিকারের।
জনপ্রিয়তার শীর্ষে থাকা এই ফেসবুক
ব্যবহারের রয়েছে নানারকম ট্রিক ও টিপস।
ফেসবুক নিয়ে নতুন করে কিছু বলার
নেই,হয়তো কারো কাছে এটি নেশা আবার
কারো কাছে এটি একটি বিরক্তিকর বিষয়।
এতে অনেকেই খুঁজে পায় মনের বন্ধু আবার
কারো বন্ধুত্ব ভাঙ্গে বা বন্ধু হারায়
পাঠানো আর গ্রহণ করাটা ইন্টারনেট ও
নেটওয়ার্ক কেন্দ্রিক। ফ্রি ইন্টারনেট,
ইন্টারনেট অফার থাকলে ও মোবাইলে
ইন্টারনেট প্যাকেজ কেনা থাকলে
মোবাইল সাভিস অন করে বন্ধু sms পাঠায়
তারা। কিন্তু কিছুদিন আগেও ছিল না
ইন্টারনেটে আয় বা ফ্রী নেট, মোবাইল লক
না হলেই মোবাইল নাম্বার বরাবর পাঠাত
ক্ষুদে বার্তা। টিপস বলতেই তখন ছিল
কেবল মোবাইল টিপস। কিভাবে আগের
গার্ল ফ্রেন্ড এর কল ব্লক করবে নানান
শটকাট টেকনিক ইত্যাদি। কিন্তু এখনকার
যুগ হল ফেসবুকের যুগ।
আসলে প্রযুক্তি এমন একটি জিনিস, যার
ব্যবহারের উপর এর সুফল বা কুফল নির্ভর
করে। যাই হোক, ফেইসবুকে অনেক খুঁটিনাটি
বিষয় আছে যেমন বিভিন্ন শর্টকাট
টেকনিক, কিভাবে লাইক বেশী পাওয়া
যায়, হ্যাকিং ঠেকানর পথ ইত্যাদি।
বেশির ভাগ শর্ট টেকনিক ও কম্পিউটার
যেগুলো কম জানা আবার গুরুত্বপূর্ণও
সেগুলো নিয়েই আমার আজকের প্রচেষ্টা।
আজকে আমরা ফেসবুক ব্যবহারের কিছু
লেটেস্ট টিপস নিয়ে আলোচনা করবো।
এই এপটির দ্বারা আপনিও হয়ে যেতে পারেন Fbmaster ফটাফটি এপটি ডাউলোড করুন নিচ থেকে,
প্রথমে app te install করুন,তারপর ওপেন করুন, আর (ডাটা অন) দেখতে পারবেন ফেসবুকের সব টিপস & ট্রিক, তাহলে উপভোগ করুন নতুন নতুন টিপক & ট্রিক সবাই ভাল ,এবং
সুস্থ থাকুন,আবারও নতুন কিছু নিয়ে
হাজির হবো
সাথেই থাকবেন.