ফেসবুক মেসেঞ্জার
দিয়ে ফ্রি কল
করুন।
আপনারা সবাই জানেন, ফেসবুক
মেসেঞ্জারে নতুন অপশন
আছে যেটা দিয়ে আপনারা ফ্রি কল
করতে পারবেন।
আমি আজ আপনাদের শেখাব_
কিভাবে ব্লক থাকা স্বত্বেও
আপনারা ফেসবুক টু ফেসবুক
ফ্রি কল
করতে পারবেন।
প্রথমে, ফেইসবুক ম্যাসেঞ্জার
টা আপনি আপডেট করে নিবেন।
ম্যাসেঞ্জারের
ভেতরে দুটি অপশন
আছে।
১। ম্যাসেঞ্জার ফ্রেন্ডলিষ্ট
(ফ্রেন্ডলিষ্টে থাকা যে বন্ধুরা ম্যাসেঞ্জার
ব্যবহার করছে)
২। অনলাইন ফ্রেন্ডলিষ্ট
(যে বন্ধুরা অনলাইনে আছে)
ম্যাসেঞ্জার
ফ্রেন্ডলিষ্টে কিছু
কিছু বন্ধুদের নামের
পাশে একটা কল
রিসিভার চিহ্ন দেখতে পাবে।
কল
করার জন্য টার্চ করলেই
ডিসপ্লে কেঁপে উঠবে। কল
যাবেনা।
তার কারন, ফ্রি কল সার্ভার বন্ধ
করে রাখা হয়েছে।
বাংলাদেশের নেট
অপারেটরেরা এটা এখনো উন্মুক্ত
করেনি।
যে ভাবে করবেনঃ,,,
প্লে ষ্টোর, মবোজেইন
থেকে Hotspot
Shield VPN নামের ফ্রি সফটওয়্যার
টা ডাউনলোড করে ইনষ্টল
করে নিন।
সফটওয়্যার টা ওপেন করুন। ই-মেইল
আইডি চাইলে দিয়ে সফটওয়্যার
টা স্টার্ট করুন। অনেক সময় ই-মেইল
আইডি লগিন
করা থাকলে অটোমেটিক গ্রহন
করে নিজে নিজে স্টার্ট
হয়ে যায়।
কিছুক্ষন অপেক্ষা করুন। দেখবেন,
মোবাইলের উপরে নোটিকেশন
ডিসপ্লেতে একটা চাঁদ চিহ্নের
মত
প্রথমে লাল, পরে হলুদে হয়ে সবুজ
রঙ্গের হয়ে গেছে। সবুজ
হলে মনে করবেন, এটার কাজ
শেষ।
Hotspot Shield VPN সফটওয়্যার
টা তাঁর
কাজ আরম্ভ করে দিয়েছে।
তারপর সেটিং গিয়ে apps ,
apps
settings, apps manager এ
যেতে হবে।
মানে যেখানে গিয়ে সফটওয়্যার
আনইনষ্টল করুন। তারপর download
যাবেন।
সেখান
থেকে ম্যাসেঞ্জারটা খোঁজে বের
করে ওপেন করবেন। ওপেন
হলে দেখবেন, বাম
পাশে আছে force
stop. ডানে আছে unistall.
তাঁর কিছু নিচে আছে clear data
কয়েক
তারপর
ফিরে এসে ম্যাসেঞ্জার
ওপেন করুন। দেখবেন, নতুন
করে লগিন
করতে হবে। আর মনে খুশীতে সব
ফেইসবুক ম্যাসেঞ্জার
ব্যবহারকারী বন্ধুদের সাথে মন
খুলে কথা বলুন
আমি skype, viber, nimbuzz সহ আরও
অনেক
সফটওয়্যার ব্যবহার করছি। কিন্তু,
এই
ফেইসবুক ম্যাসেঞ্জারের মত এত
সুন্দর
ক্লিয়ার কথা কোন
সফটওয়্যারে পাইনি।
আর হ্যাঁ, Hotspot Shield VPN এই
সফটওয়্যারটা কখনো force stop
করবেন
না।££
তাহলে ফ্রি কলের অপশন
চলে যেতে পারে।
তাহলে আপনাকে আবার
ডাটা ক্লিয়ার করে নতুন
করে ম্যাসেঞ্জারে লগিন
করতে হবে।
ভালো থাকুন সকলে এই আশাই করি।