Site icon Trickbd.com

[Requested Answer]যাদের FB আইডি এর সব তথ্য আইডি কার্ড এর সাথে মিল আছে তারা কিভাবে নাম+আইডি কার্ড ভেরিফিকেশন খুলবেন

Unnamed

আস সালামু আলাইকুম। আশা করি আমাদের সকলের সাইট ট্রিকবিডি এর সাথে থেকে ভালোই আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো।টেস্ট পরীক্ষা এর জন্য বেশি সময় দিতে না পারার জন্য দুঃখীত।

আমার ৫ম পোস্ট এ আপনাকে শুভেচ্ছা।


আপনি যদি এই পোস্ট জানেন তবে পড়তে পারেন কিন্তু দয়া করে বাজে কমেন্ট করবেন না প্লিজ

আমাকে অনেক ভাইয়ারা ফেসবুকে জানিয়েছে যে তাদের আইডিতে ID CARD /name verification er সমস্যা এর কথা। তার চেষ্টা মুলক সমাধান নিয়েই আজকের পোস্ট।

বলে রাখা ভালোঃ

FB আইডি ইনশাল্লাহ তারাই ফেরত পাবে যাদের আইডি কার্ড এর তথ্য এর সাথে Fb আইডি এর তথ্য মিল হবে।তবে ফেক আইডি কার্ড দিয়ে না হউয়ার সম্ভবনা বেশি।

অন্যথায় পাবেন না বললেই ভালো।

আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এইজন্য যে আমার নিজের আইডি এর স্কিনশট দিতে পারলাম না।আমার আইডি তে এই সমস্যা হইনি।স্কিনশট দিব কিভাবে। তবে ফেসবুকে এক ভাই তার আইডি এর email, Password আমাকে দিয়েছে। সেই আইডি এর কিছু স্কিনশট আমি ব্যবহার করেছি।

আপনাদের আইডি লগিন করলে এরকম দেখায়।

উপকরণ :
১)মোবাইল/কম্পিউটার/etc
২)ডাটা
৩)যেকোন ব্রাউজার
৪)আইডি কার্ড। (পোস্ট এর নিচে দেওয়া আছে কি কি আইডি কার্ড দেউয়া যাবে। তার মধ্য থেকে ১/২/৩ টা দিলেই হবে।
৫)ধৈর্য

———————————————————————

এখন আপনাকে যা করতে হবে।তা হলো:

১)এখান থেকে


GET STARTED এ ক্লিক করুন।

২)তারপর যে খালি বক্স গুলো
নাম লিখার জন্য সেখানে আপনার আইডি কার্ড এর মতো same নাম দেন।

যেমন আমাকে যে আইডি কার্ড দিয়েছিলো তার ঃ

আমি same.ভাবেই নাম লিখেছি

৩)তারপর নিচে এরকম এক্টা বক্স এ আপনাকে ID Card এর ছবি আপলোড করতে হবে।

আপনি আপনার আইডি কার্ড এর ছবি আপ্লোড দেন।>>>
নিচে দেওয়া আছে কোন কোন আইডি কার্ড এর ছবি দেওয়া যাবে।

৫))তারপর Submit এ ক্লিক করুনন

৬)তারপর দেখাবে এরকম

এর মানে আপনার রিকুয়েস্ট এর তথ্য গুলো যাচাই করে সিদ্ধান্ত গ্রহণ করে যত তাড়াতাড়ি সম্ভব তারা আপনাকে ইমেইল করবে।

########
আপ্নি যে আইডি কার্ড গুলো ভেরিফিকেশন এর জন্য আপলোড দিতে পারবেন তা হল:

1)Passport
2)Voter ID card
3)Driver’s license
4)Birth certificate
5)Marriage certificate
6)Official name change paperwork

7)Tribal identification or status card
8)Personal or vehicle insurance card
9)Green card, residence permit or immigration papers
10)Non-driver’s government ID
11)disability, SNAP card, national ID card)
এছাড়া ও যে Id card allowed তা হলোঃ
Check/
Permit//Transit card/Utility bill/Credit card/School ID card/Library card/Paycheck stub/School record/Medical record/Bank statement
/Social Security card/Employment verification/Magazine subscription stub/Yearbook photo (actual scan or photograph of the page in your yearbook)/Membership ID (ex: pension card, union membership, work ID, professional ID)

আপনআর আইডি কার্ড এর তথ্য (নাম,জন্ম তারিখ etc) এর সাথে fb id এর তথ্য মিল্লেই আইডি পাবেন।

so যারা ফেক নাম ইউস করেন। তারা সাবধান হন।আপ্নদের অ এরকম হতে পারে। আমার এখনো হয়নি।
আর ত্রিকবিডি এর মধ্যে আইডি সুরক্ষিত রাখার টিপস গুলো পরেন