Site icon Trickbd.com

ভেরিফাইড পেজ সম্পর্কে জেনে নিন এবং বাংলাদেশ ক্রিকেট দলের ১৮ জন প্লেয়ারের ভেরিফাই করা ফেসবুক পেজ।

Unnamed

ShorifulBD.Ga
আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের ভেরিফাইড করা পেজ। এর আগে আমাদের বুঝতে হবে কোনটা আসল অথবা ভেরিফাইড করা পেজ।
আমরা অনেক সময় না বুঝে নকল পেজে লাইক দিয়ে ভুয়া খবর পেয়ে থাকি। যার ফলে সবার মাঝে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।এজন্য আগে বুঝতে হবে কোনটা আসল পেজ এবং কোনটা নকল পেজ। আসল পেজ গুলো সব সময়ই ভেরিফাইড করা থাকে।এবং তার নামের পাশে নিচের মতো একটা নিল ও সাদা রঙ্গের ঠিক চিহ্ন দেয়া থাকে।
যেরকম নিচে দেখুন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমানের ভেরিফাই করা পেজ।ফেসবুকে যত সেলিব্রেটি,কোম্পানী,প্রতিষ্ঠান,রাজনীতিবিদ,কবি-সাহ্যিতক,বিশেষ ব্যক্তি, টিভি চ্যানেল, নিউজপেপার ইত্যাদি পেজ আছে সবগুলো এভাবে ভেরিফাই করে থাকে।এখন বুঝলেন তো ভেরিফাই পেজ? তাহলে আপনার ভেরিফাই ছাড়া যেসব পেজে লাইক দেওয়া আছে সেগুলো আজই আনলাইক করে দিন। আজ থেকে পেজে লাইক দেওয়ার সময় দেখবেন নামের পাশে এরকম চিহ্ন আছে কিনা।
আমরা কম বেশি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে ভালোবাসি।তাই আপনাদের জন্য নিয়ে এলাম বাংলাদেশি ক্রিকেটারদের ভেরিফাইড ফেসবুক পেজ।নিচ থেকে তাদের ফেসবুক পেজ গুলো দেখে নিতে পারেন।
১।

Mashrafe bin Mortaza


২।

Taskin Ahmed


৩।

Tamim Iqbal


৪।

Shakib Al Hasan


৫।

Nasir Hossain


৬।

Sabbir Rahman


৭।

Mushfiqur Rahim


৮।

Mustafizur Rahman


৯।

Rubel Hossain


১০।

Mahmudullah Riyad


১১।

Abu Hider Rony


১২।

Soumya Sarkar


১৩।

Shamsur Rahman


১৪।

Liton Kumar Das


১৫।

Al-Amin Hossain


১৬।

Mominul Haque


১৭।

Imrul Kayes


১৮।

Anamul Haque Bijoy


R

ফেসবুকে আমি

এটা কোনো কপি করা টিউন না।গুগলে সার্চ দিলে টেকটিউনস ছাড়া অন্য কোথাও পাবেন না। আর যদি পান তবে সেটা কপি করা। কারণ টেকটিউনসে আমিই প্রথম এই পোষ্ট করেছি। তাই কেউ কপি করার চেষ্টা করবেন না। এর আগে আমি দেখেছি আমার পোষ্ট কপি করে টেকটিউনসে করা হয়েছে। এরকম কাজ থেকে বিরত থাকবেন। সবাই ভালো থাকবেন অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন।যদি আমার এই টিউনটা ভালো লাগে তবে একটা ধন্যবাদ দিবেন। ধন্যবাদ সবাইকে।