Site icon Trickbd.com

যে ছবিটি শেয়ার করলে আপনার Facebook অ্যাকাউন্ট বন্ধ হতে পারে

Unnamed

http://www.underconsideration.com/brandnew/archives/facebook_2015_logo_detail.png

এটা নিশ্চয়ই জানেন যে, ছবি এবং কনটেন্ট শেয়ারের বিষয়ে ফেসবুক অনেক কঠোর। কোন বিকৃতি, নগ্নতা, ব্যক্তিগত আক্রমণ কিংবা হুমকিযুক্ত ছবি ফেসবুক নিজ উদ্যোগে মুছে দেয়। কিন্তু এবার এমন একটি ছবির কথা বলব যাতে উপরোক্ত কোন কিছুই উপস্থিত নেই। 😀

এই ঘটনা কোনও একজনের সঙ্গে নয়, বেশ কিছু মানুষের সঙ্গে ঘটেছে। নির্দিষ্ট একটি ছবি ফেসবুকে বন্ধুদের সঙ্গে শেয়ার করার প্রায় সঙ্গে সঙ্গে ফেসবুক অ্যাকাউন্টটি ডি- অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে। কিন্তু কী এমন সেই ছবি? সেটি হলো কোট-টাই পরা এক বিড়ালের ছবি! 🙂

সম্প্রতি ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
হয়েছে। অনেকেই সেই ছবি শেয়ার করছেন।
কিন্তু চমকে দেওয়ার মতো বিষয় হল, ছবিটি
শেয়ার করার প্রায় সঙ্গে সঙ্গেই অ্যাকাউন্টটি ডি-অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। আপনি যদি নিজের ফেসবুক অ্যাকাউন্টটি

ডি-অ্যাক্টিভেট না করতে চান, তাহলে
অপরিচিত কোনও সূত্র থেকে আসা কোনো
ছবি শেয়ার করবেন না। বিশেষ করে এই স্যুট
পরা বিড়ালটির ছবিটি শেয়ার করবেন না। 🙂

সৌজন্য- TipsAdd.Com 🙂

Exit mobile version