Site icon Trickbd.com

এবার Android দিয়ে ফেইজবুক প্রোফাইল ছবিতে আয়নাবাজি ফিল্টার দিন খুব সহজে.By Tasnim

Unnamed

আয়নাবাজি! আয়নাবাজি!
আয়নাবাজি!
হ্যা আজকের পোস্ট কোন এপ কিংবা
ট্রিক্স নিয়া নয়। কিভাবে Android
দিয়ে আপনার প্রোফাইল ছবিতে
আয়নাবাজি ফিল্টার দিবেন সেইটা
বিস্তারিত জানানোর জন্যেই আমার
পোস্ট।
কথা বাড়ানো মোটেও ভাল লক্ষন নয়।
সূতরাং প্রথমে আপনি নিচের লিঙ্ক এ
ক্লিক করুন।
(ভাল হয় যদি নিচের লিঙ্কটি নতুন ট্যাব
এ ওপেন করেন। তার জন্য লিঙ্কটি চেপে

ধরুন, এবার অপশন পাবেন। সেখান থেকে
Open in new tab এইটা সিলেক্ট করেন।)

এখানে যান

এবার নিচের মত আসবে। এবার নিচের
দেওয়া স্ক্রিনশট গুলা ফলো করেন।

1)

2)

3)

4)

৫)

আপনি চাইলে ছবিটি সরাসরি পোস্ট
না করে সেইব করে রাখতে পারেন।
তার জন্য ছবির উপর টাচ করেন। ছবি
ওপেন হবে, এবার ব্রাউজারের সিস্টেম
অনুযায়ী সেইভ করুন।
এরকম মজার মজার টিপস/ট্রিক্স/এপ
পেতে আমাদের সাথেই থাকুন।

আমাদের পোস্ট শেয়ার করুন। কমেন্ট এ
মতামত জানান।
আজ এ পর্যন্তই।
সকলের সুস্থতা কামনা করে শেষ করছি
আজকের পোস্ট।
ধন্যবাদ সবাইকে।
My Fb ID
Exit mobile version