Facebook এ কাউকে post অথবা comment এ mention করার জন্য must তার id লাগে,,, কিন্তু বর্তমানে সবাই এই ধরনের( Facebook.com/Name) ব্যাবহার করছে, ফলে mention code টা সরাসরি পাওয়া যায়না।
তো আসুন জেনে নেই।
১:আধুনিক পদ্ধতি:_____: প্রথমে যার কোড টি নিতে চান।
তার Profile এ ঢুকেন। কোন Photo বা Post এ
click করুন। এবং পোস্ট Url টা কপি করে
নিন। সেটি অন্য কোথাও paste করুন।
Example : https://facebook.com/story.php?story_fbid=262682210794118&id=1000011570220579&refid=17&_ft_=top_level_post_id.262682210794118
মনে রাখবেন প্রত্যেক id 10000 দিয়ে শুরু হয়। তো এখানে id হচ্ছে 100011570220579 , আপনার কাঙ্খিত id ট copy করুন এবং যেখানে mention করতে চান সেখানে এভাবে লিখুন @[id:] id এর এখানে code দিন। ব্যাস কাজ শেষ।
২:পুরানো পদ্ধতি___: fbid.me এই
সাইট থেকে Url কপি করে সাবমিট
করলে I’d পাওয়া যায়।
এখন পুরানো পদ্ধতি ব্যাবহার করা হয়না,,, কিন্তু,, অনেকে Timeline Public না রেখে Friends /only me রাখে, এরকম অবস্থায়,,, Friends না হলে id বের করা যায়না, তখন আমরা এই পদ্ধতিটি ব্যাবহার করে থাকি।
screenshot দেওয়ার মতো কিছুই post এ নাই, এজন্য ss দিলাম না।
পরবর্তী post এ Facebook page এর mention code কিভাবে পাওয়া যায় সেটা দেখাবো।
ভালো থাকুন এবং Trickbd কে promote করতে থাকুন।