Site icon Trickbd.com

জেনে নিন- কিভাবে আপনার ফেসবুক একাউন্টকে অাজীবনের জন্য ডিলিট করে দিবেন? এবং কিভাবে মৃত ব্যাক্তির আইডি ডিএ্যাক্টিভ করে দিবেন!

Unnamed

কিভাবে ফেসবুক একাউন্টকে পারমানেন্টলি
ডিলিট করে দিবেন।

হঠাৎ করে আপনার দরকার হল ফেসবুক একাউন্টকে পারমানেন্টলি ডিলিট করে দিবেন। আপনি নিশ্চয়ই এবার সাধারন নিয়মে Account>Security পেজে নিচের Deactivate your Account এ যেয়ে Deactive করে দিবেন। হাহাহা…!!! বলে রাখি ফেসবুক একাউন্ট ডিলিট করা আর ডিএক্টিভ করা দুটি আলাদা বিষয়। আপনি যদি ডিএক্টিভ করে রাখেন সেটি আবার এক্টিভ করে নিতে পারবেন যে কোন সময়ে। কখনও মনের ভুলে লগ ইন করলেই ফেসবুক একাউন্ট টি আবার একটিভ হয়ে যাবে।
না বুঝলে নিচের স্কিনশর্ট গুলো দেখুন→


————————————

————————————

————————————

————————————

————————————

কিন্তু ডিলিট করতে হলে এই https://www.facebook.com/help/delete_account লিঙ্ক এ ভিজিট করুন

নির্দেশনা ফলো করুন। নতুন উইন্ডো তে আপনার পাসওয়ার্ড দিন। নিচের অংশে কেপচা ওয়ার্ড পুরন করে OK ক্লিক করুন। এরপর যেই পেজ আসবে এখানে লেখা আছে তা ভালো করে লক্ষ্য করুন। আপনাকে আবারও সতর্ক করা হবে,আগামী ১৪ দিনের মধ্যে যদি লগ ইন করেন তবে আপনি এই ডিলিট একশন টা কেন্সেল করতে পারবেন। এছাড়া ১৪ দিন পরেই আপনার ফেসবুক একাউন্ট টি পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে। যা আর কখনও ফেরত পাবেন না।

কিভাবে মৃত ব্যক্তির আইডি ডিএক্টিভ করবেন।

এবার আপনাদের জানাব কিভাবে মৃত
ব্যক্তির আইডি ডিএক্টিভ করবেন। খুবই
সহজ।

✎প্রথমে আপনাকে এই লিঙ্ক https://m.facebook.com/help/contact/228813257197480 এর মাধ্যমে ফরমটা
পূরন করতে হবে।

✎এরপর ফরম এর সকল ইনফো প্রদান করতে
হবে।

✎যা যা ইনফো তে চাওয়া হবে তার
সবকিছু পূরন করে দিবেন। যেমনঃ
নাম,জন্ম তারিখ,ই-মেইল আইডি,সম্পর্ক
ইত্যাদি।

✎সব কিছু ঠিকভাবে প্রদান করে তা
সাবমিট করে দিবেন।

সাবমিট করার পর, মানে রিপোর্ট করার
২ থেকে ৩ দিন এর মধ্যে সেই আইডিটি
মুছে যাবে। কিন্তু ভুল ইনফরমেশন দিলে
মুছে যাবে না। তখন আপনার আইডি এর
উপর প্রভাব পরবে।

পোস্টটি ভালো লাগলে অবশ্যয় কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।

Exit mobile version