Site icon Trickbd.com

এখন থেকে ফেসবুক মেসেঞ্জারে খেলুন দাবা ও বাস্কেটবল ( বিস্তারিত)

আশসালামু-আলাইকুম,

বন্ধুগণ আশা করি আপনারা আল্লাহ্‌র রহমতে ভালই আছেন। আমিও আপনাদের দুয়ায় আলহামদুলিল্লাহ (ভালো আছি) আজ আমি  আপনাদের সামনে হাজির হয়েছি একটি টিউন নিয়ে – আশা করছি আপনাদের ভাল লাগবে   *
*কোন ভুল হলে ছোট ভাই হিসাবে ক্ষমা করবেন এডমিন ভাইয়া*

ফেসবুক মেসেঞ্জার অ্যাপে বেশ কিছুদিন আগে থেকেই দাবা খেলা যাচ্ছিল। এখন মেসেঞ্জার মোবাইল অ্যাপে বাস্কেটবল গেম খেলা যাচ্ছে। কীভাবে মেসেঞ্জারে দাবা ও বাস্কেটবল খেলবেন তা জানতে এই পোস্ট দেখুন।

দাবা খেলার জন্য করনীয়

ফেসবুক মেসেঞ্জারে কোনো বন্ধুর সাথে দাবা খেলতে চাইলে সেই বন্ধুকে @fbchess play লিখে মেসেজ পাঠান। সাথে সাথে দাবার কোর্ট হাজির হবে। দাবার গুটি এক ঘর থেকে অন্য ঘরে সরাতে আপনাকে একটু কৌশল অবলম্বন করতে হবে। এজন্য ঔ চ্যাট উইন্ডোতেই @fbchess help লিখে মেসেঞ্জারে মেসেজ পাঠান। তাহলে ফেসবুক থেকে নির্দেশনা দেখানো হবে।

screenshot_1

বাস্কেটবল খেলার জন্য করনীয়

বাস্কেটবল খেলার জন্য ফেসবুক মেসেঞ্জার ওপেন করে কোনো বন্ধুকে বাস্কেটবল স্টিকার সেন্ড করুন।

screenshot_2

এরপর মেসেজে পাঠানো বাস্কেটবল আইকনে প্রেস করলেই বাস্কেটবল গেম চালু হবে। বলটি আঙুল দিয়ে স্পর্শ করে ঝুড়ির মধ্যে ফেলতে পারলে পয়েন্ট পাবেন।

পরপর ১০বার সফলভাবে ঝুড়িতে বল ফেলার পর গেমের পরবর্তী লেভেল শুরু হবে।

screenshot_3

ধন্যবাদ  ভালো লাগলে কমেন্ট করবেন

আর সময় পেলে এই ছোট ভাইয়ের সাইট থেকে একটু ঘুরে আসবেন

www.ithomesbd.blogspot.com

আল্লাহ হাফেয