কপি পোষ্ট বা অন্য কিছু মনে হলে রিপোর্ট করতে পারেন।
#যাই হোক অনেকে আইডি খোলার পর চান ঐ আইডি আর চালবনা বা আইডিতে প্রবলেম হচ্ছে।কিন্তু একাধিক বার ঐ নাম্বার দিয়ে খোলার কারণে ঐ নাম্বার দিয়ে খোলা সম্ভব হয় না।কিন্তু আপনি চান ঐ নাম্বার দিয়ে খুলতেই হবে বা আপনার একটাই সিম।
#তো কিভাবে আবার ঐ নাম্বার দিয়ে খুলবেন এটাই নিয়ে ট্রিকবিডির এই পোষ্ট..
অবশ্য মনেকরুন ট্রিকটা জানা আছে।তো মনে করুন মনে করে দেয়ার জন্যই ট্রিকবিডির এই পোষ্টটি।
#প্রথমে আইডিটা লগিন করে Opera/UC চিরতরে ডিলিট করার জন্য এখানে যান..
m.facebook.com/account/delete
অথবা এটা সার্চ দিন। m.facebook.com/account/delete
#তারপর ওখানে গেলে পাসওয়ার্ড চাইবে দিয়ে Submit এ ক্লিক করবেন।
#তবে একাউন্টে কমপক্ষে ১৪ দিন লগিন করবেন না,তাহলে উপরের পরিকল্পনা দোযকে যাবে।
#তারপর ১৫ দিন পরে ফেসবুক খোলার চেষ্টা করুন।দেখবেন এবার ঐ নাম্বার থেকে ফেসবুক খুলবে।
#যেহেতু সময় সাপেক্ষ তবুও কাজে লাগবে।
এখানেই শেষ করলাম।
ভালো লাগলে শেয়ার করুন।
Stay with Trickbd
BY Shohagh