Site icon Trickbd.com

ফেসবুক নাম্বার দিয়ে খোলার কারণে ঐ নাম্বারে আর ফেসবুক খুলতে পারছেন না??নিয়ে নিন সমাধান ছোট্ট ট্রিকের মাধ্যমে।

Unnamed

কপি পোষ্ট বা অন্য কিছু মনে হলে রিপোর্ট করতে পারেন।

ট্রিকটি নিজে থেকেই তৈরি করেছি আশা করি ট্রিকবিডি বাদে কোথাও পাবেন না।
#যাই হোক অনেকে আইডি খোলার পর চান ঐ আইডি আর চালবনা বা আইডিতে প্রবলেম হচ্ছে।কিন্তু একাধিক বার ঐ নাম্বার দিয়ে খোলার কারণে ঐ নাম্বার দিয়ে খোলা সম্ভব হয় না।কিন্তু আপনি চান ঐ নাম্বার দিয়ে খুলতেই হবে বা আপনার একটাই সিম।

#তো কিভাবে আবার ঐ নাম্বার দিয়ে খুলবেন এটাই নিয়ে ট্রিকবিডির এই পোষ্ট..
অবশ্য মনেকরুন ট্রিকটা জানা আছে।তো মনে করুন মনে করে দেয়ার জন্যই ট্রিকবিডির এই পোষ্টটি।

#প্রথমে আইডিটা লগিন করে Opera/UC চিরতরে ডিলিট করার জন্য এখানে যান..
m.facebook.com/account/delete

অথবা এটা সার্চ দিন। m.facebook.com/account/delete

#তারপর ওখানে গেলে পাসওয়ার্ড চাইবে দিয়ে Submit এ ক্লিক করবেন।

#তবে একাউন্টে কমপক্ষে ১৪ দিন লগিন করবেন না,তাহলে উপরের পরিকল্পনা দোযকে যাবে।
#তারপর ১৫ দিন পরে ফেসবুক খোলার চেষ্টা করুন।দেখবেন এবার ঐ নাম্বার থেকে ফেসবুক খুলবে।
#যেহেতু সময় সাপেক্ষ তবুও কাজে লাগবে।

এখানেই শেষ করলাম।
ভালো লাগলে শেয়ার করুন।

Stay with Trickbd

BY Shohagh