আশা করি সবাই ভালোই আছেন।
আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কোনো ভিপিএন সফ্টওয়্যার ছাড়া ফেসবুকে সিঙ্গেল নাম করবেন ,শুধু মাএ ব্রাউজার ব্যবহার করে। এর জন্য আমরা ইউসি ব্রাউজার অথবা ফায়ারফক্স কিংবা অন্য ব্রাউজার ব্যবহার করতে পারি।তবে আপেরা মিনি দিয়ে নাও হতে পারে।
চলুন শুরু করা যাকঃ
১। আপনার ফেসবুক আইডিতে ফোন নাম্বার যোগ করে নিন,
আইডি ভেরিফাইয়ের জন্য।
২। এবার
এই লিংকে
প্রবেশ করুন। এখানে প্রবেশ করার পর নিচের মত আসবেএই লিংকটা https://
mbasic.facebook.com কপি করে বক্সে পেষ্ট করুন।
এবং Goতে ক্লিক করুন। নিচের মতো
৩। এবার Warning মেসেজ আসলে Continue anywayএ ক্লিক করুনঃ
৪। এখন আপনি ফেসবুকে লগিন পেজ পাবেন।
এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে Login ,ওখানে Masuk এ ক্লিক করেন করেনঃ
৫। এবার নিচের মতো আসলে Oke ক্লিক করেনঃ
আপনার মোবাইল নাম্বারে একটা কোড পাঠাবে কোডটা নিচের বক্সে বসান এবং Lanjutknএ ক্লিক করুনঃ
৫। এবার হোম পেজে আসলে নিচের দিকে Settings & Privacy আপনার ওখানে এরকম আসবে Pengaturan &
Privasi তে ক্লিক করুনঃ
৬। এবার (General) Umum এ ক্লিক করেনঃ
৭। এবার এই পেজে আসার পর আপনার নাম(Name) Nama দেখতে পাবেন। নামের ডান পাশে (Edit) Sunting এ ক্লিক করুনঃ
৮। সেখানে তিনটা বক্স পাবেনঃ
Change) Tinjau Perubahan এ ক্লিক করুনঃ
১০। এখন যে পেজটি আসবে সেখানে ফাঁকা বক্সে আপনার ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে (Save Changes) Simpan Perubahanএ ক্লিক করুনঃ
এবার আপনার ফেসবুকে নাম সিঙ্গেল হয়ে গেছে। নিচের স্কিনশর্টটি দেখুনঃ
ভালো থাকবেন সুস্থ থাকবেন R সব সময়ই ট্রিকবিডির সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।