আসালামু অলাইকুম আসসালাম
সাম্মানিত টিকবিডির সকল গ্রহকদের জানাই শুবেচ্ছা।
আজ আমি যে বিষয় নিয়ে টিউন করব তা আপনারা টাইটেল দেখে অনেক খানি বুজতে পেরেছেন। এটা আমার টিকবিডিতে প্রথম টিউন। তাই ভুল হলে ক্ষমা করবেন।
এবার কাজের কথায় আশি।
যা যা লাগবে
১. গুগল ক্রম যারা Android use করেন তাদের জন্য, পিসি এক ব্রাউজার হলেই হল
২. মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক ভেরিফাই থাকতে হবে
এবার বিস্তারিত কাজের দিকে আশি
প্রথমে যারা Android use করেন তারা গুগল ক্রম open করে menu বাটনে ক্লিক করেন নিচের মত
তার পর এবার রিকুয়েস্ট ডেস্কটপ ভার্সন অপশন টিক চিহ্ন করে দিন নিচের মত
এবার facebook settings এ যান
তার পর security setting এ গিয়ে Login approve অপশন ক্লিক করে request login approve অপশন টিক চিহ্ন করে দিন তার পর save change এ ক্লিক করেন নিচের মত
এবার নিচের স্কিনশটের মত ফলো করেন
এর পর আপনি একটা মাসেস পাবেন। কোড টা বসিয়ে দিন। তার পর নিচের মন কন্টিনিউএ ক্লিক করেন নিচের মত
বাস কাজ শেষ এখন যদি কেও আপনার পাসওয়ার্ড জানে সে যদি লগইন দেয় তা হলে নিচের মত দেখেবে
আমার টিউন যদি ভুল হয় আমাকে ক্ষামা করবেন।
আপনাদের কিছু টিউনারের পোষ্ট দেখলে হাসি পায়
tai tnx 4 sherw