Site icon Trickbd.com

দেখে নিন কিভাবে বিরক্তিকর Photo/Post Tag থেকে মুক্তি পাবেন with sshort – by Md Numan Ahmed

Unnamed

কেমন আছেন সবাই?ভাল নিশ্চয়ই।আমরা যারা ফেইসবুক ব্যবহার করি এরা অনেক সময় ঝামেলায় পরে যাই। দেখা গেল কোন অনাকাঙ্খিত ব্যক্তি লাইক বেশী পাবার আশায় অনেক জনকে ট্যাগ করে বসল। তাররমধ্যে আপনিও রয়েছেন। এবার ঐ অনাকাঙ্খিত ব্যক্তির আপলোডকৃত ফটো বা পোস্ট আপনার টাইমলাইনে ঝুলানো রইল। এতে আপনার মেজাজ খারাপ হওয়াটাই স্বাভাবিক।আর এই ট্যাগের কারনেই অনেক সময় আইডি ফটো ভেরিফিকেশনে পরে। যাক আমরা সেদিকে যাব না। আজকে শেখাব কিভাবে এসব অনাকাঙ্খিত ট্যাগকৃত পোস্ট বা ফটো টাইমলাইনে আসা বন্ধ করা যায়।অনেকেই হয়তো এই বিষয়ে জানেন, তারপরও অনেকে জানে না তাই পোস্ট করলাম। তো চলুন শুরু করা যাক→→→>ধাপ-১→প্রথমে নিচের লিঙ্কে যান।→

Link 1লিঙ্কে গিয়ে Who Can Post on my timeline? এইটা Only me করে দিন।
নিচের স্ক্রিনশট দেখুন বুজতে পারবেন।

Review posts friends tag you in before they appear on your timeline?এইটা On করে দিন।ধাপ-২→এবার এই লিঙ্কে যান→
Link 2এখানে গিয়ে Anyone এ ক্লিক করুন।
নিচের ছবির মত করুন,,,

আপাতত আপনার কাজ শেষ। এরপর যদি আপনাকে কেউ ট্যাগ করে তবে উক্ত পোস্ট বা ফটো সরাসরি আপনার টাইমলাইনে না গিয়ে আপনার Notification লিস্টে যাবে। এবার আপনি উক্ত পোস্টে বা ফটোতে প্রবেশ করে ট্যাগ রিমুভ করিয়েদিন।এছাড়াও আপনি সরাসরি Profile→Pending Item এ গিয়া ট্যাগকৃত ফটো বা পোস্ট দেখতে পারেন।আজ এপর্যন্তই।সবাই ভালো থাকবেন।ট্রিকবিডির পাশে থাকবেন।
সবাই ছোট ভাইয়ের সাইট দেখবেন