Site icon Trickbd.com

অাপনার গার্লফেন্ড ফেজবুকে ১টা পোস্ট করেছিলো কিন্তুু অাপনি দেখার অাগেই ডিলিট করে দিয়েছে?? দেখুন সমাধান

Unnamed

ফেসবুক নিঃসন্দেহে একটি
গুরুত্বপূর্ণ
সামাজিক মাধ্যম। কারনে –
অকারনে
অনেক মানুষই তার অবসরের
বেশিরভাগ সময় এখন কাটান
ফেসবুকে । এককথায় বলা যেতে
পারে নিত্য জীবনে অসংখ্য
মানুষের
প্রয়োজনের বড় একটা অংশ এখন
ফেসবুক ।
আমাদের দৈনন্দিন
ব্যাবহারের সময়
বিভিন্নভাবে অসতর্কতায়
আবার
কখনো ইচ্ছাকৃতভাবে এমন অনেক
কিছুই আছে যা ডিলিট করে
ফেলি
অথবা ডিলিট হয়ে যায় । কোন
এক
সময়ে আবার সেটা হয়তো খুব
প্রয়োজন হতেও পারে । কিন্তু
আমরা
অধিকাংশ ব্যাবয়ারকারীই
জানিনা
কিভাবে এসব ফিরে পাওয়া
সম্ভব ।
সময়ের কণ্ঠস্বরের পাঠকদের জন্য
আজ ফেসবুক থেকে মুছে যাওয়া
স্ট্যাটাস , ছবি, ম্যাসেজ অথবা
বিভিন্ন কন্টেন্ট ফিরিয়ে
আনার
ট্রিকস ।
ফেসবুক থেকে ডিলিট হয়ে
যাওয়া
মেসেজ , ছবি, ভিডিও ইত্যাদি
ফিরিয়ে আনা যায়। আসল কথা
হলো
এটা ফেসবুকেরই একটা অংশ যা
অনেকেই জানেন না।
আমরা অনেক সময় ইচ্ছায় অথবা
ভুল
করে অনেক ছবি , মেসেজ বা

অন্যকিছু ডিলিট করে ফেলি।
যেহেতু
ফেসবুকে কোন Undo অপশন নেই
তাই
ডিলিট হয়ে গেলে তা আমরা
সারাজীবনের জন্যই হারিয়ে
ফেলি।
একটু ওয়েট , একটা গোপন কথা
বলি
“ আপনার কোন কিছুই হারায়নি ”
কারন আপনি যখন কোন কিছু
ফেসবুকে থেকে ডিলিট করেন
তখন
সেটি ফেসবুকের Archive এ জমা
হয়ে।
আপনি খুব সহজেই সেখান
থেকে ফ্রি
ডউনলোড করে নিতে পারেন।
ফেসবুক ট্রিকস : যেভাবে
ফিরিয়ে
আনবেন :
ধাপ : ০১
প্রথমেই আপনাকে যেতে হবে
ফেসবুকের Settings থেকে General
অপশনে। ক্লিক করুন
ধাপ : ০২
General Settings ওপেন হওয়ার পর
নিচের দিকে দেখতে
পারবেন
Download a copy of your Facebook data
এটিতে ক্লিক করুন।
ধাপ : ০৩
Download Your Information নামে
একটা পেজ আসবে। সেখানে
আপনি
দেখতে পাবেন Start My Archive।
ক্লিক করেলে ফেসবুক
সিকুরিটির
জন্য আপনার কাছে আইডি ও
পাসওয়ার্ড জানতে চাইবে।
সঠিক
ভাবে আইডি পাসওয়ার্ড দিন।
ধাপ : ০৪
আ ই ডি পাসওয়ার্ড দেওয়ার পর
Submit এ ক্লিক করুন। পরবর্তিতে
একটি Download Link দেখতে
পারবেন। কিছু সময় পরে ( অনেক
সময়
২৪ ঘন্টা সময় লাগতে পারে )
আপনার
সকল ডাটা আপনার ইমেইলে
পাঠিয়ে
দেওয়া হবে যে ইমেইলটি
আপনি
ফেসবুক একটাউন্ট করতে ব্যবহার
করেছিলেন।
ধাপ : ০৫
আপনার Email চেক করুন। দেখবেন
ফেসবুক থেকেএকটি ইমেইল
আসবে
সেখানে ডউনলোড লিংক
দেওয়া
থাকবে। লিংকে ক্লিক করে
Download Archive থেকে আপনি
ডউনলোড করে নিতে পারবেন ।
এখানে ডাউনলোড করার সময়
পাসওযার্ড চাইবে।
ধাপ : ০৬
ফাইলটি ডাউনলোড করার পরে
একটা
Zip ফইল পাবেন , ফাইলটি
মাইসের
রাইট বাটন ক্লিক করে Extrace All
করুন। আনজিপ করার পর আপনার
মেসেজ , ভিডিও , ছবি, পক ,
ফ্রেন্ডলিষ্ট ইত্যাদি দেখতে
পারবেন। ফাইল গুলো অবশ্য . html
ফরমেটে দেওয়া থাকবে। যে
কোন
একটি ফাইলের উপর ডাবল ক্লিক
করে আপনার পছন্দের ব্রাউজার
সিলেক্ট করে ওপেন করুন।