আসসালামুআলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।
আমার আজকের টিউন হচ্ছে, কিভাবে একটা ফেসবুক একাউন্ট আজীবনের জন্য ডিলিট করে দেওয়া যায়। আমাদের সবার কাছে কম-বেশী ১টা বা ২ টা ফেসবুক একাউন্ট থাকে। কারো কারো কাছে আরো বেশী ও থাকে। কারণ আমরা ফেক একাউন্ট ব্যবহার করি। কিছু সুবিধা-অসুবিধার জন্য। আবার মাঝে মধ্যে আমরা কোন জামেলায় পড়লে অথবা এমনি ভালো না লাগলে ফেসবুক একাউন্ট ডিলিট করে দিতে চাই। কিন্তু কিভাবে করবো তা আমরা অনেকে জানি না। তাই আমি আপনাদের জন্য সুন্দর এবং স্পষ্ট ভাবে একটা পোস্ট করলাম।
তাই প্রথমে আপনারা যে ফেসবুক একাউন্ট টি ডিলিট করবেন সেটাতে log in করে নিন। আর log in করা থাকলে তো ভালো কথা। তারপর এই লিংকে ক্লিক করুন।
তারপর Submit করবেন না। একটু দারান,,, খালি Box আপনার ফেসবুক password টি দিন,,মানে আপনি ফেসবুক একাউন্ট টিতে যে password ব্যবহার করেন সেটি। এইবার Submit করেন।
এবার দেখেন আপনার ফেসবুক একাউন্ট টি চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ এতক্ষন সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
সব সময় Trickbd.com এর সাথে থাকুন।