আসসালামু আলাইকুম,
পরম করুণাময় মহান আল্লাহ তায়ালার অশ্বেষ রহমতে আমি আপনাদের মাঝে আরেকটি ট্রিক নিয়ে ট্রিকবিডিতে হাজির হলাম।
আজকে আমি আপনাদের শিখাব কিভাবে facebook.com/username পরিবর্তন করতে হয় তাও আবার মাত্র পাচঁ মিনিটে। এই পদ্ধতি টি শুধু মাত্র তাদের জন্য যারা এখনো তাদের ফেসবুকের Addreas Username টি পরিবর্তন করতে পারেনি। আর যারা জানেন দয়া করে ১০০ হাত দুরে থাকার অনুরোধ রইল। তো চলুন কাজে নেমে যায়ঃ
Note: এই কাজটি করতে আপনার ফেসবুকে ফোন নাম্বার Add করা আবশ্যক।
Tutorial:
Note: এই কাজটি Opera Mini থেকে করবেন অথবা Html ব্রাউজার দিয়ে যেমন আপনার ফোনের Default Browser অথবা Chrome Browser অথবা যে কোন High-end Browser দিয়েও করতে পারবেন।
- প্রথমে Adrease বারে লিখুন facebook.com/username কোন http বা www ব্যবহার করবেন না। নিচের স্ক্রিন শট দেখতে পারেন।
তারপর Go তে ক্লিক করুন Keyboard এ।
-
যদি আপনার দেওয়া Username টি অন্য জন ব্যবহার করে ফেলে তাহলে নিচের স্ক্রিন শটের মত দেখাবে।
-
তাহলে আপনি অন্য Username ব্যবহার করুন। যদি Username টি Available হয় তাহলে নিচের স্ক্রিন শটের মত দেখাবে।
-
এবার Save button এ ক্লিক করুন নিচের স্ক্রিন শট গুলো অনুসরণ করুন।
আপনার Username Save হয়ে গেরে নিচের স্ক্রিন সটের মত দেখবেন।
Congratulation
আপনি Facebook Adreas Username Change করা শিখে ফেলেছেন। আপনি চাইলে আপনার বন্ধুদের শিখাতে পারেন। এবং তাদের ট্রিকবিডি তে আসার জন্য অনুরোধ করতে পারেন।
আশা করি পোস্টি আপনাদের ভাল লেগেছে। দয়া করে কমেন্ট না করে যাবেন না। আপনার মুল্যবান কমেন্ট আমাকে আরো অনেক কিছু শেয়ার করার জন্য অনুপ্রাণিত করে। এবং আনন্দ দেই। ভাল থাকবেন সুস্থ থাকবেন ট্রিকবিডির সাথে থাকবেন। ধন্যবাদ :-)।