আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন।
যারা জানেন তারা ৫০০০ হাত দুরে থাকুন।
ফেসবুকের সবারই একটি ইউজার নেম আছে। যেমন আমার ইউজারনেম হল dearmanbinrahman। তেমন আপনারও একটি এমন ফেসবুক ইউজার নেম আছে।
যারা এখনও তাদের ইউজার নেম জানেন না তাঁরা ফেসবুক সেটিংস অপশন থেকে নিয়ে নিতে পারবেন। আবার এই ইউজারনেমের কয়েক সংখ্যা নিয়ে একটি আইডি কোড আছে। যেমন আমার আইডি কোড হল 100011272057957। এই ফেসবুক আইডি কোড খোঁজার অনেক পদ্ধতি আছে। আমি আজ ছোট একটি টুলস শেয়ার করছি। যেখানে আপনি আপনার ফেসবুক প্রোপাইল লিংক দিয়ে সাবমিট করলেই মুহূর্তেই পেয়ে যাবেন আপনার ফেসবুক আইডির সেই কোডটি।
Warning
কাজ টি আরম্ব করার আগে আমাদের একটি কাজ করতে হবে তা হলো প্রথমে আপনার ফেসবুক settings এ যান তারপর privacy তে ক্লিক করুন
তারপর একদম নিচে Other search engine link to your profile এ ক্লিক করুন।
এখানে Yes করে দিন। ধন্যবাদ এবার শুরু করি কাজ।
- এখানে ক্লিক করুন। একটি ফেসবুক আইডি খুঁজে বের করার বক্স পাবেন। সেই বক্সে আপনার ফেসবুক আইডি বা ফেসবুক পেজের লিংক অথবা শুধু ইউজারনেম লিখেই Find Numeric Id নামের বাটন ক্লিক করুন। যেমন আমি দিয়েছি dearmanbinrahman (নিচের স্ক্রিনশট লক্ষ্য করুন)।
-
এবার সেখানে একটি নতুন উইন্ডো প্রদর্শন করবে। নিচের স্ক্রিন শটের মত যে id টা দেখবেন ঐ টা হল আপনার ফেসবুকের আইডি কোড।
Congratulations
আপনি ফেসবুকের id কোড বের করা শিখে ফেলেছেন। এবার আপনি চাইলে আপনার ফেসবুক প্রোপাইলে লাইক দেয়ার জন্য আমন্ত্রন করতে পারেন ঠিক এভাবেঃ
মামা লাইক দিছি আর তুমিও লাইক দাও @[fb-id:0] এখানে fb-id এর জায়গায় আপনার পাওয়া id টা দিলে আপনার নাম টা লিংক আকারে প্রদর্শন করবে।
কিছু মনে কইরেন ন