Site icon Trickbd.com

যেভাবে Opera Mini দিয়ে নিজের fb Group এর Admin Activity দেখবেন

Unnamed

আমরা অনেকেই হয়ত জানি বা জানি না fb Group Team চালু করেছে নতুন Feature: Admin Activity.

কিছু fb Groups-এ অনেক Admins এবং Moderators থাকে। এই সুযোগ নিয়ে কিছু অসাধু fb Group Admins অন্য Group Admins, Moderators এবং Members এর ভালো Post ইচ্ছে করেই Delete করে দেয়। আবার কখনো না জানিয়েই Post Unpin করে দেয়; Active Members-দের Remove/Block করে দেয় Group থেকে।

এসব সমস্যা থেকে মুক্তি দেয়ার জন্যই fb Group Team চালু করেছে Admin Activity Feature-টি।
Admin Activity এর মাধ্যমে যেকোনো Group Admins এবং Moderators অন্য Group Admins এবং Moderators কোন Post Unpin, Turn off Commenting, Delete করছে; কোন Group Settings Change করছে; কোন Member-কে Approve, Ignore, Remove, Block করছে ইত্যাদি দেখতে পারবেন এবং কিছু Activity Undo করতেও পারবেন।

আমরা PC, facebook App এবং facebook Groups App দিয়ে fb ব্যবহার করে Group এর Admin Activity দেখতে পারি। কিন্তু facebook Lite Android App, Opera Mini, UC Mini এবং Java Phone ব্যবহার করে তা দেখতে পারি না।

তবে Opera Mini দিয়ে দেখা যাবেঃ


(১) আপনি যেই Group এর Admin বা Moderator সেই Group-এ যান। Address Bar-এ গেলে এরকম Link দেখতে পারবেনঃ https://m.facebook.com/groups/7741748596?refid=27

(২) Link এর Bold করা অংশটিঃ ?refid=27 Remove করুন এবং Link-টি এভাবে লিখে Go Click করুনঃ https://m.facebook.com/groups/7741748596/activity_log

(৩) Group এর Admin Activity দেখতে পারবেনঃ

বিদ্রঃ এভাবে সর্বোচ্চ Current ২০টি Admin Activity দেখতে পারবেন। See more logs-এ Click করেও ২০টির পূর্ববর্তী Admin Activity দেখতে পারবেন না, HTML Code দেখতে পারবেন। পূর্ববর্তী Admin Activity দেখতে হলে PC, facebook App অথবা facebook Groups App দিয়ে fb ব্যবহার করতে হবে।