Site icon Trickbd.com

ফেসবুকে কেউ আনফ্রেন্ড করলে নোটিফিকেশন পাবেন যেভাবে !

Unnamed


আনফ্রেন্ড করল, তা জানার উপায় কী? উপায়
অতি সহজ। জেনে নিন—

১. প্রথমে গুগল ক্রোম খুলুন।

২. ডান দিকের উপরের কোণের তিনটি ডট-এ
ক্লিক করে ‘সেটিংস’ অপশন-এ যান।

৩. ‘এক্সটেনশনস’-এ ক্লিক করুন।

৪. পেজ-এর এক দম নীচে ‘গেট মোর
এক্সটেনশনস’-এ ক্লিক করুন।

৫. সার্চ বক্স-এ লিখুন ‘আনফ্রেন্ড
ফাইন্ডার’(‘unfriend finder’)।

৬. সার্চ রেজাল্ট-এ ঠিক অপশনটির পাশে ‘অ্যাড
টু ক্রোম’ অপশনটিকে সিলেক্ট করুন।

এক্সটেনশনটি অ্যাড হয়ে যাবে আপনার
ব্রাউজারে।

৭. এ বার ক্রোম ব্যবহার স্বাভাবিক ভাবে
ফেসবুক-এ লগ ইন করুন।

৮. একেবারে ডান দিকের উপরের কোণে
আনফ্রেন্ড ফাইন্ডারের আইকনটিতে ক্লিক
করুন। এই এক্সটেনশন দেখিয়ে দেবে, কে
আপনাকে আনফ্রেন্ড করেছেন। এমনকী নতুন
কেউ আপনাকে আনফ্রেন্ড করলেই আপনার
কাছে নোটিফিকেশন চলে আসবে।

______
নিচের টিউনগুলো লখ্য করুন, কাজে লাগতেও পারে


________
গ্রামীণফোনে দিচ্ছে ৮
জিবি ইন্টারনেট ডাটা সম্পুর্ণ ফ্রি!
এখানে ক্লিক করুন


________

জিপি-ফ্রি-নেট-ফুল-৩g-সবার-চলবে
বিস্তারিত এখানে ক্লিক করুন