Site icon Trickbd.com

ফেসবুক পেইজ প্রমোট/বুষ্ট কি? কিভাবে করতে হয় পেইজ প্রমোট বা বুষ্ট। একদম সহজ ভাষায় বিস্তারিত দেখে নিন।

Unnamed

আসসালামুআলাইকুম,


আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ্‌ আমিও ভালো আছি।

ইন্টারনেট ব্যবহার করে অথচ ফেসবুক আইডি নেই এমন লোক বাংলাদেশে আছে বলে আমার মনে হয়না।

আর ফেসবুকের একটি মজার অংশ হচ্ছে ফেসবুক পেইজ। সবাই’ই চায় তার একটা জনপ্রিয় ফেসবুক পেইজ থাকুক। কিন্তু ফেসবুক পেইজের লাইক বাড়াতে না পেরে হতাশ হয়ে পরে।

 

আজ আমি আলোচনা করবো ফেসবুক প্রমোট/বুষ্ট নিয়ে।


প্রমোট/বুষ্ট কী?


অনেকে এটাকে অটো লাইক মনে করেন। আসলে এমনটা না। প্রমোট/বুষ্ট হচ্ছে ফেসবুক পেইজে লাইক বাড়ানোর নিয়মতান্ত্রিক প্রন্থা। প্রমোট দিলে আপনার পেইজটি মানুষের হোমপেইজে পৌছাবে এবং তারা এতে লাইক দেবে।

ফেসবুক পেইজ সাধারণত এভাবেই লাইক বাড়িয়ে জনপ্রিয় করা হয়। পৃথিবীতে যত বড় বড় পেইজ আছে, সবগুলাই এই প্রন্থাতে বড় করা।

 

এবার জেনে নিই প্রমোট আর বুষ্টের মধ্যে পার্থক্য কিঃ


আসলে দুটোর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। বুষ্ট দেওয়া হয় পেইজের পোষ্টকে। আপনার পেইজে একটা পোষ্ট করে সেটাকে বুষ্ট দিলে সেই পোষ্টটা মানুষের কাছে বেশি বেশি পৌছাবে এবং তারা এই পোষ্টটাতে লাইক দেবে ; একেই বলে বুষ্ট।

 

আর প্রমোট দিলে আপনার সম্পূর্ণ পেইজটাই মানুষের কাছে পৌছাবে এবং তারা সেটাকে লাইক দেবে ; এতে আপনার পেইজের লাইক বাড়বে।

 

আপনি যদি আপনার নির্দিষ্ট কোনো পোষ্ট বা ছবি মানুষের কাছে ছড়াতে চান তাহলে সেক্ষেত্রে আপনি বুষ্ট দেবেন।

 

আর যদি আপনার পেইজকে জনপ্রিয় করতে চান, তাহলে প্রমোট দেবেন। (আমার মতে প্রমোট দেওয়াই ভালো। এতে লাইকগুলো আপনার পেইজে স্থায়ী হয়ে গেলো)

 

কিভাবে দিতে হয় প্রমোট বা বুষ্টঃ


পেইজ প্রমোট দিতে হলে মাস্টার কার্ডের প্রয়োজন হয়। সেই কার্ডটাতে ডলার ($) রিচার্জ করে প্রমোট বা বুষ্ট দিতে হয়।

১ ডলার ($) = ৮১ টাকা। আপনি যত বেশি টাকার দেবেন ততো বেশি লাইক আসবে।

 

কোথায় পাবো সেই কার্ডঃ


এই কার্ড সাধারণত যারা ফেসবুক বিজনেস করে তাদের কাছেই পাওয়া যায়। নরমাল কোনো ব্যক্তির কাছে এটা থাকেনা।

আমেরিকার একটা কোম্পানীতে এপ্লাই করে এটা সংগ্রহ করা যায়। তবে এটা পাওয়া অনেক ঝামেলা। আপনার নিকটস্থ কারো যদি কার্ড থেকে থাকে তাহলে আপনি ওই কার্ড দিয়ে পেইজ প্রমোট করতে পারেন।

অনলাইনে অনেকে এই কার্ড দিয়ে ব্যবসাও করে। (যেমনঃ আমরা জানি ১ ডলারের দাম ৮১ টাকা। আপনি তাকে ১ ডলারের জন্য ৯০ টাকা দিলে সে আপনার পেইজকে প্রমোট করে দেবে।)

আপনি চাইলে তাদের কাছ থেকেও সাহায্য নিয়ে পেইজ প্রমোট করতে পারেন।

তবে সাবধান,এদের মধ্যে অনেক প্রতারক রয়েছে,যারা টাকা নিয়ে প্রমোট দেয়না।

 তারপরও যদি সংগ্রহ করতে না পারেন,তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কার্ড আছে। ট্রিকবিডির পক্ষ থেকে আমি সাহায্য করার চেষ্টা করবো ইনশাল্লাহ। (এর জন্য বাড়তি কোনো খরচ লাগবেনা।)

আমার ফোন নাম্বারঃ 01852330980

ফেসবুকে আমি

প্রমোট এবং বুষ্ট নিয়ে ইউটিউবে আমার ছোট্ট একটি ভিডিও আছে। এখনো যারা বুঝতে পারেননি তারা ভিডিওটি দেখলে পুরোপুরি বুঝতে পারবেন আশা করি।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ; ট্রিকবিডির সাথেই থাকুন। নিয়মিত নামাজ আদায় করুন।

আল্লাহ হাফেজ। 


Exit mobile version