Site icon Trickbd.com

ফেসবুকের ইমেইল বা ফোন নাম্বার ভুলে গেছেন? নো চিন্তা!!! ফেসবুকে লগিন করুন ইমেইল এবং ফোন নাম্বার ছাড়া।

Unnamed

হাই ট্রিকবিডির বন্ধুরা সবাই কেমন আছো?
আশা করি ভালো আছো। এবং আগামীতে ভাল থাকবে এই কামনা রইলো।

আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ এবং সরল টিপ্স নিয়ে উপস্থিত হয়েছি।

টিপস টি হলো, কিভাবে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে ইমেইল এবং ফোন নাম্বার ছাড়া প্রবেশ করবেন।

কারন আমরা অনেকেই অাছি, যারা ফেসবুকের ইমেইল এবং ফোন নাম্বার ভুলে যায় বাট পাসওয়ার্ড মনে থাকে। যার ফলে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে পারি না। তো তাদের জন্যই আজকের টিপস।

প্রথমে আপনি বন্ধুর অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ফেসবুকে প্রোফাইলে যাবেন, যাওয়ার পর উপর থেকে Custom Url-টা কপি করে নিবেন। অর্থাৎ www.facebook.com/mostofa.farabi এখান থেকে শুধু শেষের অংশটুকু (mostofa.farabi) কপি করে নিবেন। (নিচের ছবির মত) তারপর পূনরায় ফেসবুকে প্রবেশ করুন এবং Email Or Phone-এর জায়গায় আপনার কপিকৃত কাষ্টম Url- পেষ্ট করুন। এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
দেখবেন আপনার ফেসবুক অপেন হয়ে গেছে।

যাদের ফেসবুকে কাষ্টম Url সেট করা নাই।

আবার অনেকেরই ফেসবুকে অ্যাকাউন্টে কাষ্টম Url সেট করা থাকে না ।

তো যাদের অ্যাকাউন্টে কাষ্টম Url সেট করা নাই তারা আপনার বন্ধুর অ্যাকাউন্ট থেকে আপনার ফেসবুক প্রোফাইলে যাবেন, যাওয়ার পর উপর থেকে Profile id কপি করে নিবে । (& এর আগ পর্যন্ত) নিচের ছবির মত।

তারপর পূনরায় ফেসবুকে প্রবেশ করে আপনার profile id and password- দিয়ে লগইন করুন। যদি পোষ্ট পড়ে বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিও দেখে কাজ করুন। (ভিডিওতে বিস্তারিত দেয়া আছে ।


ব্যাস আজ এ পর্যন্তই।

যারা জানেন না শুধু তাদের জন্য।

পোষ্টটি পূর্বে প্রকাশিত। ( আমার সাইট)

সৌজন্যেঃ টিপস সিটি।


সবধরনের টেকনোলোজি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।
আমাদের চ্যানেলের লিংক।

Tips City-Subscribe Now

ফেসবুকে আমি।