Site icon Trickbd.com

[জানা উচিত] ফেসবুকে @[4:] কমেন্ট করলে Mark Zuckerberg এর নাম আসা/না আসার দ্বারা আইডির নিরাপত্তা যাচাইকরণের ভাঁওতাবাজি আর এর পেছনের আসল সত্য – by Zunayed #81z0014

# আসসালামুয়ালাইকুম

# আশা করি সবাই ভাল আছেন। পূর্ববতী পোস্ট নিয়ে কোনো সমস্যা হলে ফেসবুকে/কমেন্টে বলবেন। ?

যাইহোক, কাজের কথায় আসা যাক?

★ প্রতিনিয়তই চোখে পড়ছে ফেসবুকের বিভিন্ন রকমের ভাঁওতাবাজি ? আর ঐ ভাঁওতাবাজি গুলোকে বিশ্বাস করে তাদের নির্দেশ পালন করে যাচ্ছে ফেসবুকের অজস্র ব্যবহারকারী। বিশেষ করে আমাদের দেশেই এগুলা ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ছে। মুলত দেশের ভেতরেই এগুলা সৃষ্টি হচ্ছে। চোখের সামনে এত ভুল দেখে সহ্যের সীমা পার হয়ে গেল ? তাই লিখতে বসলাম এই টপিক নিয়ে। একে একে সবগুলা বলব। ✌

# আজকের বিষয়: ফেসবুকে @[4:] কমেন্ট করলে Mark Zuckerberg এর নাম আসা/না আসার দ্বারা আইডির নিরাপত্তা যাচাইকরণের ভাঁওতাবাজি আর এর পেছনের সত্য।

# ভাঁওতাবাজি গুলাকে যদি Ranking করা হয় তাহলে ★১ নং এ আসবে এই ভাঁওতাবাজিটা,? এবং আমি সিউর হয়ে বলতে পারি আপনাদের অনেকেও এর স্বীকার হয়েছেন ?

# এরকম একটি পোস্টের নমুনা দিলাম

# বাকরুদ্ধ আমি। এগুলা দেখলে মাথার মেজাজ ১০০ডিগ্রি সেলসিয়াস এ চলে যায় ?

# ওরা বলতে চায়, আপনি @[4:] কমেন্ট করলে যদি Zuckerberg এর নাম আসে তাহলে আপনার আইডি সেইফ, অন্যথায় আপনার আইডি সেইফ না ? পাগল সব ? আসল কথা হইল- এখানে যে কেউ @[4:] লিখলে Mark Zuckerberg আসবে।

# প্রশ্ন ১- অনেকের আসে না কেন? ?

উত্তরঃ তারা @[4:] কোডটি ঠিক ভাবে লিখেনি। স্পেস দিসে বা + রিমোভ করে নি।

# প্রশ্ন ২- আসা / না আসার সাথে আইডির সম্পর্ক কি? ?

উত্তরঃ নোয়াখালী বিভাগ চাই ? ?

এটা আমার উত্তর না, যারা ভাঁওতাবাজিটা শুরু করসে তাদের ? কারণ তারা নিজেও জানেনা জিনিসটা কেন হয় ? ?

# প্রশ্ন ৩– এর পেছনের সত্য কি? ?

উত্তর- মূল প্রশ্ন এটাই ✌ তাই পয়েন্ট আকারে দিলামঃ

১) ফেসবুকের প্রতিটি ব্যাবহারকারীর জন্য একটা করে id number থাকে। আপনারও আছে আমারও আছে। তেমনি Zuckerberg এরও আছে। আর তার আইডি নাম্বার টা হল : 4

২) ফেসবুকের পুরোনো ব্যবহারকারী হলে জেনে থাকবেন আগে শুধু মাত্র পিসি থেকে মেনশন করা যেত। মোবাইলে মেনশন এর অপশান তখনো দেয়া হয়নি। ? তাই Zuckerberg একটা সিস্টেম চালু করে। ? সেটি হল-
@[যাকে মেনশন করতে চান তার আইডি নং:] লিখে যে কেউকে মেনশন করার সিস্টেম। এটি এখনো কাজ করে। ট্রাই করে দেখতে পারেন।

৩) মেনশন করলে নীল কালিতে Mark Zuckerberg আসার কথা। কালো আসে কেন?
– সিম্পল। Mark আপনার ফ্রেন্ড লিস্টে নাই! ?

# তাহলে এখন বুঝে গেলেন এইটার সাথে আপনার আইডির নিরাপত্তার কোনো কানেকশান নেই ?

# প্রশ্ন ৪- আপনার আইডি নং কোথায় পাবেন?

উত্তরঃ যেকোনো ব্রাউজার এ আপনার profile এ ঢুকে profile picture এ যান। তারপর লিংকটি দেখুন। একটি জায়গায় দেখতে পাবেন id=************* দেয়া আছে।

★আমারটা দেখুন-

ঠিক তেমনি আপনার profile picture এর লিংক এ id= এর পাশে যে নাম্বারটি থাকবে সেটিই (************) আপনার আইডি নং। যেকোনো জায়গায় @[আপনার আইডি নং:] কমেন্ট করে দেখুন, আপনার নাম মেনশন হবে।
একই ভাবে বন্ধুদের profile pic থেকে তাদের আইডি নং ও পেয়ে যাবেন। তাছাড়া নিচের ওয়েবসাইটে profile link অথবা username দিলে সহজেই পেয়ে যাবেন।

★FindmyFbId.com

# প্রশ্ন ৫- আইডি নং এর আর কি কি কাজ?

উত্তরঃ লগিন এর সময় ইমেইল/ফোন নাম্বারের পরিবর্তে ব্যবহার করতে পারবেন। ইমেইল/ফোন নাম্বার ভুলে গেলে এটি দিয়ে লগিন করুন। এছাড়া কেউকে যদি আপনার profile এর লিংক দিতে চান, তাহলেও এটি ব্যবহার করতে পারবেন। এভাবে লিংক তৈরি করুন-

♣http://www.facebook.com/আপনার আইডি নং

যেমন- Mark Zuckerberg এর profile এর লিংক –
http://www.facebook.com/4 যেহেতু তার আইডি নং 4

♠আশা করি সবটাই বুঝতে পেরেছেন। প্রশ্ন থাকলে কমেন্টে বলবেন। পোস্টটি শেয়ার করতে পারেন,তবে ক্রেডিট দিবেন মনে করে।

ভাল থাকুন, সুস্থ থাকুন ?

সবাইকে ধন্যবাদ ?

Exit mobile version