Site icon Trickbd.com

ফেইসবুক ডিজাবেল আইডি বেক পাওয়ার সবচেয়ে সহজ উপায় ও সাবমিট করার সঠিক নিয়ম ফলো করেন কাজে লাগবে

Unnamed

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই।

আসা করি ভালো

আজকের লেখা ডিজাবেল আইডি নিয়ে

# আমার মতো আপনাদের অনেকেরি ফেইসবুকের আইডি ডিজাবেল হয়ে গেছে।

# আইডির সব রকম ডকুমেন্ট আছে তারপরও সাবমিট দিলে আইডি ফিরে পাচ্ছেন না। আজকে সে সম্পর্কেই লিখবো

# কিভাবে সঠিক উপায়ে সাবমিট দেওয়ার মাধ্যমে একটা ডিজাবেল হওয়া Facebook আইডি ফিরে পাবেন… ১০০% গ্যারান্টি সহকারে।

কাজের ধাপ সমুহঃ

# প্রথমে এখান থেকে একটি ফেক আইডি কার্ড বানিয়ে নিন
আপনার ফেইসবুকের সাথে মিলকৃত বার্ডডে ও আইডির নাম সহ… ফটো মিল না থাকলে কোন সম্যসা নেই

# সম্যসার কোন কারন নেই আমরা ফেক কার্ড দিয়েই আইডি বেক করাবো……

# আইডি কার্ড বানানোর পর ডাউনলোড করে নিন এবং আইডি কার্ডটি Crop / ক্রোপ করে প্রথম অংশটুকু রেখে বাকি টুকু ফেলে দিন নিচের মতো দেখুন এভাবে

আসল কাজ করবো এখন

# অনেকে হয়তো জানেন যে স্কান করা কপি কৃত ডকুমেন্ট ফেইসবুকে গ্রহনযোগ্য বেসি হয়…
তাই কার্ডটি স্কান করা প্রয়োজন যেটা আমরা ফেক তৈরি করেছিলাম…।

# কিন্তু আমাদেন তো স্কানার নেই।

# আর কম্পিউটারের দোকানে গিয়েও জামেলা করতে হবে না

# কম্পিউটারে কোন ফাইল স্কান করলে সেই ফাইলটির নাম এরকম হয়

Untitled-10,Untitled-07

# ইত্যাদি ইত্যাদি…. ফেইসবুক টিক স্কান করা কপির প্রতি বেসি গুরুত্ব দেয়….

# তাই যে ফাইলটা আমরা ডাউনলোড করে ক্রোপ করে ছিলাম সেটা Rename করে…. Untitled-10 করে দিন

# ব্যাস কাজ সেস আর স্কান করা লাগবেনা….
এবার সঠিক উপায়ে সাবমিট দেওয়ার পালা

কিভাবে সাবমিট দিবেন

# প্রথমে ফেইসবুকে লগইন করলে এরকম আসবে ডিজাবেল আইডিতে নিচের মতো দেখুন

# Help Center এ ক্লিক করুন…।

# তারপর Submit An Appeal এ ক্লিক করুন নিচের মতো

# তারপর এরকম ম্যানু আসবে নিচের মতো

# এখন প্রথম বক্সে আপনার ডিজেবেল হওয়া আইডির ইমেইল দিন

# তারপর আপনার আইডির নাম দিন যে নামে আইডিটা ছিলো

# তারপর নিচে সেই ক্রোপ করা এবং রিনেইম করা ফেক ন্যাসনাল কার্ডটি সিলেক্ট করুন….

# এরপর Additional info

# ডিজাবেল আইডি বেক পাওয়ার সব চেয়ে importent মাধ্যম যেটা সেটি হচ্ছে এই Additional info……..।

# ভালো করে ফলো করুন এবং নিচের লেখা গুলো কপি করে addtional info বক্সে পেস্ট করুন শুধু ওখানে Mohammad Sawon এর পরিবর্তে আপনার ফেইসবুকের নামটি দিন এবং 20 এর পরিবর্তে আপনার বয়টি দিন

# নিচের মতো…..

# এবার submit এ ক্লিক করুন ব্যাস কাজ শেষ….।

# আপনার ইমেইলে নটিফিকেসন জাবে এমন হতে পারে ২-৩ দিনের মধ্যো আইডি বেক চলে আসতে পারে….

# সর্বোর্চ ৭ দিন পর্যন্ত অপেক্ষা করুন কোন মেইল না আসলে
একি নিয়মে আবার সাবমিট দেন ধন্যবাদ ভাই….

# ভালো থাকবেন