আসসালামুআলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।
ট্রিকবিডিতে নিয়মিত লেখার সুযোগ না পেলেও যেটুকু সময় পাই চেষ্টা করি ভালো কিছু উপস্থিত করার।
তারপরেও যদি কোনো ভুল কিছু করে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আজকের পোষ্টটিতে দেখাবো কিভাবে ফেসবুক পেইজ প্রমোট দিতে হয়।
এই পোষ্টের জন্য যারা রিকুয়েস্ট করেছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি পোষ্ট দিতে দেড়ি করার জন্য।
প্রমোট সম্পরকে যাদের ধারনা নেই তারা এই পোষ্টটি দেখুন→ প্রমোট সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
কাজ শুরু করি।
আমরা অবশ্যই জানি প্রমোট করতে হলে একটা Credit Card,Visa,Mastercard বা paypal এর প্রয়োজন হয়।
প্রমোটের জন্য জনপ্রিয় মেথড হচ্ছে Mastercard.
আমি নিজেও মাষ্টারকার্ড দিয়ে প্রমোট করি। তবে আপনারা চাইলে অন্য মেথডেও করতে পারেন ; সমস্যা হবেনা কোনো।
মাস্টারকার্ড সম্পরকে যাদের ধারনা নেই,তারা এই পোষ্টটি দেখুন → মাষ্টারকার্ড সম্পরকে জানতে এখানে ক্লিক করুন
আমরা তাহলে মূল কাজ শুরু করি।
প্রথমে আপনি যে পেইজটি প্রমোট করতে চান সে পেইজটিতে যান এবং Activity তে ক্লিক করুন।
এবার একটু নিচের গিয়ে দেখুন Promote Page লেখা আছে। এটাতে ক্লিক করুন।
আপনার পেইজে যেই কভার ফটোটা থাকবে ও পেইজের About এ যেই লেখাটা থাকবে,এখানে সেটাই দেখতে পাবেন এবং প্রমোট দেওয়ার পর এই ফটো এবং লিখাটাই পাবলিকের কাছে পৌছাবে।
তাই কভার ফটো এবং About এ এমন কিছু লিখুন যাতে কারো চোখে পরা মাত্র লাইক দেয়।
এবার বাকি অপশনগুলো স্ক্রিনশটের মতো করে ঠিক করে নিন।
নিচে দেখুন আপনি কত ডলার দিয়ে প্রমোট করতে চান সেটা দেওয়া আছে। আমি ৩ ডলারে দিতে চাই তাই 3$ সিলেক্ট করলাম।
সর্বনিম্ন 1$ দেওয়া যায়। আপনি ১$ বা ২$ এ দিতে চাইলে Choose Your Own এ লিখুন 1$ বা 2$
এবার দেখুন আপনি প্রমোটটা কতদিনের জন্য দিতে চান সেটা দেওয়া আছে।
আমি ৬ তারিখ পর্যন্ত প্রমোট দিতে চাই Run This Ad until 6 june 2017 সিলেক্ট করলাম।
আপনি যদি Run this ad until I stop সিলেক্ট করেন,তাহলে আপনি যতক্ষণ অফ না করবেন ততোদিন চলতে থাকবে। যেকোনো সময় অফ/অন করতে পারবেন।
সবকিছু দেওয়া হলে Promote For $3 perday তে ক্লিক করুন।
এবার আসল কাজ।
আপনার কার্ড এড করতে হবে এখানে।
আপনার যদি Mastercard থাকে তাহলে Credit Card বা Mastercard আইকনে ক্লিক করুন।
এবার Card Number এ আপনার মাস্টারকার্ডের ১৬ ডিজিটের নাম্বারাটা বসান।
MM এ কার্ডে থাকা তারিখের মাসটা বসান।
YYYY এ কার্ডে থাকা তারিখের বছর বসান।
CVV তে কার্ডের পেছনে থাকা ৩ ডিজিটের পিনটা বসান।
তারপর Save দিন।
ব্যাস আপনার কাজ শেষ। তারা এবার ১৫ মিনিট টাইম নেবে প্রমোট রান করার জন্য। কার্ড যদি ঠিক থাজে তাহলে ৪-৫ মিনিটের মধ্যে স্টার্ট হয়ে যাবে প্রমোট।
আশা করি সবাই বুঝতে পেরেছেন। খুব তাড়াহুড়ার মধ্যে পোষ্ট লিখেছি,তাই হয়তো তেমন ভালো হয়নি। ক্ষমা চাচ্ছি।
বুঝতে সমস্যা হলে মন্তব্য করুন।
ভালো থাকুন, আল্লাহ হাফেজ।
Visit for update news : https://mcnews24.com/