হাই ট্রিকবিডির বন্ধুরা !! তোমরা সবাই কেমন আছেনন ? আশা করি ভাল আছেনন ।
আজ আমি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে উপস্থিত হয়েছি।
টিপসটি হলো কিভাবে ফেসবুকের প্রোফাইলের ফটোতে ফ্রেম যোগ করবেন এবং মানুষদের প্রোফাইল ফটোতে ও পরিবর্তন ঘটাবেন।
মানে হলো আমরা বর্তমানে অনেকের প্রোফাইল ফটোর নিচে বিভিন্ন ধরনের ফ্রেম দেখতে পায়, যেমন ঃ ভরসা রাখুন আল্লাহর, মাহে রমজান ইত্যাদি ।
তো আজ দেখাবো কিভাবে নিজে এরকম ফ্রেম তৈরী করবেন এবং মানুষদের প্রোফাইলের ফটোতে পরিবর্তন ঘটাবেন।
তো আগে Simple Demo দেখে নিন।
স্কিনশর্ট দেখে হয়ত বুঝে গেছেন।
তো আজ আমি আপনাদের সামনে বিস্তারিত টিউটারিয়াল নিয়ে হাজির হয়েছি। তবে টিউটারিয়াল টি ভিডিও, কারন আজকের পোষ্ট অনেক বড়, ভিডিওর Duration হল ১৩ মিনিট, অতএব আমি যদি সমস্ত স্কিনশর্ট দিয়ে পোষ্ট করি তাহলে কাল আর আমার রোজা রাখা হবে না!!
তবে শর্টকাট স্কিনশর্ট দিবো। শুধু ট্রিকবিডির নিয়ম রক্ষার্থে কারন এর আগে আমি একটি পোষ্ট করেছিলাম (ভিডিও টিউন), তখন সাথে সাথে আমাকে দুজন এডমিন (নাম বলবনা) বিনা নোটিশে ট্রেইনার পদ বাতির করার হুমকি দিয়েছি। অতএব এখন থেকে ট্রিকবিডির Rules মেনে পোষ্ট করার চেষ্টা করবো। যাই হোক আজকের টিউটারিয়ালে চলে যায়।
আজকের টিউটারিয়ালের জন্য আপনার তিনটি সফটওয়্যার লাগবে ।
1. Picsay Pro
2. Picsart
3. Eraser
Picsay Pro-দিয়ে আমরা নতুন একটি পিকচার তৈরী করবো যার সাইজ হবে 400*400 PX .
তার পর আমরা Picsart দিয়ে সাজিয়ে একটি ফ্রেম তৈরী করবো। (কিভাবে সাজাবেন ভিডিওতে বিস্তারিত আছে)
তারপর Eraser- দিয়ে ফ্রেমের Background রিমোব করে দিবো। (কিভাবে করবেন ভিডিওতে বিস্তারিত দেয়া আছে)
- ফ্রেম তৈরী হয়ে গেল!! এখন আমরা www.isupportcause. com-এ গিয়ে আমাদের ফ্রেম সাবমিট দিয়ে ফেসবুকে নিজের প্রোফাইলেে ফটোতে ফ্রেম করবো এবং অন্যরা এ ফ্রেম ব্যবহার করতে পারবে। (ভিডিওতে পরিপূর্ন রুপে দেয়া আছে)
ব্যাস কাজ শেষ !!!
বিস্তারিত ভিডিওতে দেয়া আছে। (ভিডিও লিংক)
যেভাবে ফেসবুকের প্রোফাইল ফটোতে ফ্রেম যোগ করবেন এবং অন্যের প্রোফাইল ফটোতেও পরিবর্তন ঘটাবেন।
Try It অথবা অফিসিয়ালি ভাবে ফ্রেম সাবমিট করার টিউটারিয়াল আসছে।
আমি সাবমিট করলাম আমার প্রোফাইলে প্রমাণ দেখুন।
সৌজন্যেঃ টিপ্স সিটি।
সবধরনের টেকনোলোজি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।
তবুও ধন্যবাদ
রেজিস্ট্রেশন করলেই author
Az technical bd
oppekhai ache
তবে সমস্যা হলো এটা কি মোবাইলের মাধ্যমে করা যাবে না…..? ভিডিও তে কোনো কথার সাউন্ড নাই কেন?
আমার একটা Request পোস্ট আছে প্লিজ এর পরের পোস্ট টি Bangla All Font নিয়ে একটা পোস্ট কইরেন।
×