Site icon Trickbd.com

ফেসবুক প্রোফাইলে অন্যের ঢুঁ মারা ঠেকানোর উপায়! দেখে নিন স্ক্রিনশটসহ

Unnamed

ফেসবুকে আপনি পেজ, ব্যক্তি, প্রতিষ্ঠানসহ অনেক কিছু ফলো বা অনুসরণ করতে পারেন। কিন্তু আপনি কী অনুসরণ করছেন, তা যদি অন্যদের দেখাতে না চান, তার ব্যবস্থা ফেসবুক সেটিংসের মধ্যেই রয়েছে। মানুষ যাতে আপনার প্রোফাইলের খুঁটিনাটি অনুসরণ করতে বা ফলো করার বিষয়গুলোর তালিকা দেখতে না পায়, তা বন্ধ করে রাখতে পারেন। ফেসবুকের মোবাইল অ্যাপ্লিকেশনের প্রাইভেসি সেটিং পরিবর্তন করার বিষয়টি জেনে নিন:

প্রথম ধাপ: স্ক্রিনের ডান দিকের কোনায় যেখানে তিনটি দাগ দেখাচ্ছে, সেখানে চাপ দিন।

দ্বিতীয় ধাপ: সেটিংসে যান।

তৃতীয় ধাপ: অ্যাকাউন্ট সেটিংসে যান।

চতুর্থ ধাপ: প্রাইভেসিতে ক্লিক করুন

ষষ্ঠ ধাপ: অনলি মি করে দিন। এতে আর কেউ আপনার অনুসরণ করা বিষয়গুলো জানতে পারবেন না। যদি ফ্রেন্ডস নির্বাচন করে দেন, তবে বন্ধুদের বাইরে আর কেউ আপনার ব্যক্তিগত তথ্যে ঢুঁ মারতে পারবে না।

তথ্যসূত্র: অ্যাডউইক।

মাস্টার কার্ড অর্ডার দিলেই পাচ্ছে $200 ডলার/১৬হাজার টাকা জেতার সুযোগ

Exit mobile version