আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালই আছেন।
টাইটেল দেখেই বুঝতে পারছেন কোন বিষয় কথা বলবো।
চলুন তাহলে কাজে নেমে যায়,
আগেই বলে রাখি যারা পারেন তারা তো হিরো আর না জানলে জিরো,
সুতরাং যারা হিরো তারা আজে বাজে কমেন্ট করে নিজেকে জিরো হিসেবে পরিচয় দিবেন না,
নিজের হাতে পোস্ট লেখছি কোন কপি করি নাই,,,
যাক বাবা কাজে লেগে যায়
কিন্তু এই সমস্ত ব্রাওজার দিয়ে ফেসবুকে কোন পোস্টে মনের ভাব বুজানোর জন্য react দিয়ে বুজাতে পারি, আর ঐ সমস্ত ব্রাওজারে লাইক এর পাশাপাশি react নামের একটা অপশন আসে,
কিন্তু যারা ফেসবুক এ্যাপ ও ফেসবুক লাইট ব্যবাহার করি তারা অনেকে জানি না যে, এই গুলো দিয়েও react দেওয়া যায়,
আর জানবো কি করে এটার তো লাইক এর পাশাপাশি react নামক কোন বাটন নাই,
চলুন তাহলে কিভাবে Facebook lite দিয়ে পোস্টে react ব্যবহার করবেন,
প্রথমে যে পোস্টে আপনি React দিবেন সেই পোস্টে যান।
তারপরে লাইক বাটনে চাপ দিয়ে ধরে রাখুন, আর দেখুন সব গুলো React আসছে
আপনার পছন্দ মতো react ব্যবাহার করুন
কাজ শেষ,