Site icon Trickbd.com

জেনে নিন কি কি কারনে আপনি Facebook থেকে ব্লক হতে পারেন। By Mahmud

Unnamed

যেসব কারনে আপনি Facebook থেকে ব্লক হতে পারেন

১. ফেসবুক স্ট্যাটাসে বা ম্যাসেজে আক্রমাত্মক এমন কিছু
লিখবেন না যেটা পড়ে মনে হয় আপনি কাউকে হুমকি দিচ্ছেন
এমনটা যদি করেন তাহলে সেই বাক্তি যদি আপনার অ্যাকাউন্টে
রিপোর্ট করে তাহলে আপনি কিন্তু ব্লক হতেই পারেন,
ভারতীয় ফেসবুক এই অভিযোগটিকে খুবই গুরুত্ব সহ বিচার করে।
তাই আপনার ফেসবুক অ্যাকাউন্ট টি থেকে কাউকে হুমকি দেওয়া
থেকে বিরত থাকুন।

২. আমারা যারা নতুন ফেসবুক অ্যাকাউন্ট করি তারা ফেসবুকে
ফ্রেন্ড লিস্ট বন্ধু বাড়ানোর জন্য এক দিনে একাধিক জনকে
ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়ে দিই যা মোটেও ঠিক নয়। এই ভাবে
সীমা অতিক্রম করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ব্লক হওয়া
থেকে কেউ বাঁচাতে পারবে না।

৩. একই দিনে যদি ফেসবুক পেজ বা গ্রুপে একই ম্যাসেজ
লিখে একাধিক বার ম্যাসেজ করা হয় তাহলে আপনার অ্যাকাউন্ট ব্লক
হয়ে যেটে পারে। এ ক্ষেত্রে আপনি সেই সব ম্যাসেজ

করার সময় কিছুটা পরিবর্তন করে করে ম্যাসেজ করুন।

৪. আপনি যদি আপনার নিজের ফেসবুক ওয়ালেও একই টিউন একাধিক
বার দেন তাহলে সেটাকে ফেসবুক স্প্যাম ভেবে আপনার
ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারে তাই এটা থেকে বিরত
থাকার চেষ্টা করুন।

৫. আপনি যদি প্রতিদিন একাধিক ফেসবুক ফ্যান পেজে লাইক করেন
তাহলে আপনাকে প্রথমে সতর্কবার্তা দেবে। আপনি যদি তাও একি
ভাবে কাজটি চালিয়ে যান তাহলে অ্যাকাউন্ট ব্লক করে দিতে
পারে।

৬. পর্নোগ্রাফি মানে অশ্লীল ফটো কিংবা ফটো টিউন বা
আপলোড করতে আপনি ভালবাসলেও ফেসবুক কিন্তু এটা
একেবারেই পছন্দ করে না তাই এই অশ্লীল ফটো ভিডিও টিউন
থেকে বিরত থাকার চেষ্টা করুন।

৭. আপনি যদি আপনার নাম বাদে ফেক নাম মানে কোন কোন বড়
সেলিব্রেটির নাম দিয়ে আপনার অ্যাকাউন্ট খুলেন এবং সেই
অ্যাকাউন্ট এ অভিযোগ হলে আপনার অ্যাকাউন্ট ব্লক হতে পারে।

৮. আপনি আপনার বাড়ির প্রিয় পোষা বিড়াল বা কুকুর টিকে খুব
ভালবাসেন তাই তার নাম দিয়ে একটা অ্যাকাউন্ট করে দিলেন তাহলে
আপনার অ্যাকাউন্ট ব্লক করে দিবে ফেসবুক।

৯. আপনি যদি ভাবে আপনার অ্যাকাউন্ট টিকে আপনার প্রতিষ্ঠান এর

বিজ্ঞাপন এর জন্য ব্যবহার করবেন তাহলে আপনি ভুল ভাবছেন এই
ভাবে কোন অ্যাকাউন্ট চালালে আপনার অ্যাকাউন্ট ব্লক হতে
বাধ্য।

১০. এছাড়াও প্রচুর পরিমানে বিরক্তি কর ফটো ট্যাগ, ফেক
অ্যাকাউন্ট খুলে এবং সেটা ফেসবুক শনাক্ত করতে পারলেই
সেই অ্যাকাউন্ট ব্লক করে দেয়
ধন্যবাদ সবাইকে,

ফেসবুক আইডি ভেরিফাই করা সহ সকল ধরনের সমস্যা সমাধান, মোবাইল দিয়ে ওয়েব সাইট বানিয়ে আয় করুন 2$-10$ প্রতিদিন। ১০০% আপনিও ওয়েব সাইট বানিয়ে আয় করতে পারবেন যোগাযোগ করতে পারেন 01850698415