“আসসালামু আলাইকুম ”
কেমন আছেন সবাই। আশাকরি সবাই ভাল আছেন।
আমি আজ শেখাব কিভাবে নাম ছাড়া ফেসবুক আইডি খুলবেন।
এর জন্য আগেই যেকোন নাম দিয়ে একটি আইডি খুলতে হবে।
যা যা লাগবে
১. UC Web Browser
২. IP address
৩. একটা ফেসবুক আইডি যার নাম চেঞ্জ করে যাবে।
কাজ এর ধারা
১. প্রথমে UC Web Browser দিয়ে ফেসবুক আইডি ওপেন করুন। মানে প্রবেশ করুন।
৩. তার পর ফেসবুক এর account setting > General > language >
Bhasha Indonesia করে দিন।
৪. তার পর UC Web browser এর সেটিং অপশনে গিয়ে,
নিচের Proxy and
Port 219.083.100.195:8080 or 118.98.35.251:8080
বসিয়ে দিন।
৫. তার পর সেভ দিন।
৬. তার পর ফেসবুক এর সেটিং এর জেনারেল অপশনের গিয়ে নাম চেঞ্জ এর প্রথম ও শেষ এর এই টা k ﱞﱞﱞ k কপি করে প্রথম বক্স এ বসিয়ে দিন
(remove the ‘k’ letters)
৭. Confirm your password & SAVE it.
৮. এবার ভাষ পরিবর্তন করে English (US) করে দিন।
কাজ শেষ।
কোন সমস্যা হলে অবশ্যয় কমেন্ট করবেন।
অনিবার্য করণে স্কীন শর্ট কালেকশন করা সম্ভব হইনি। তার জন্য আমি খুব দুঃখিত।
ধন্যবাদ টিকবিডির সাথেই থাকুন।