এখন প্রশ্ন হল কিভাবে ফেসবুক পেজে আপনিবুস্ট পোস্ট করবেন ।
১। প্রথমে সুন্দর একটি প্রোডাক্ট এর ছবি দিন ,ছবি নজর কাড়ার মতন উপস্থাপন করতে হবে এবং সাথে সুন্দর করে আকর্ষণীয়ভাবে প্রোডাক্ট রিভিউ দেন ।
এবার পোস্ট দিন , আপনার পেজ থেকে পোস্ট দেয়ার পরে দেখবেন বুস্ট নামক লেখা থাকবে পোস্টের নিচে ডানে । তাতে ক্লিক দিন ।
এখন কতজন মানুষের কাছে আপনার পোস্টটি পাঠাতে চান , সে হিসেবে আপনাকে বাজেট কত ডলার তা নির্ধারণ করে দিতে হবে । ইউএস ডলারে পেমেন্ট করতে চাইলে তা নির্ধারণ করে দিতে হবে ।
কতদিনের জন্যে বুস্ট পোস্ট তা নির্ধারণ করে দিবেন । একদিনের জন্যে হলে একদিন , এভাবে যতদিনের জন্যে করতে চান ততদিন নির্ধারণ করতে হবে ।
২।
৩। কোন দেশের জন্যে আপনার পোস্টের বিজ্ঞাপন দিতে চান তা নির্ধারণ করে দিন এডিট অডিয়েন্স অপশনে গিয়ে করুন । শুধু বাংলাদেশহলে বাংলাদেশ , আর ও বেশি দেশের নাম দিতে চাইলে সেইসব দেশের নাম লিখুন । কত বছর বয়সীদের কাছে আপনি পোস্টটি পৌঁছাতে চাচ্ছেন তা নির্দিষ্ট করে দিন এবং সেভ দিন।
৪। পেমেন্ট মেথড কি হবে ঠিক করুন । ক্রেডিট/ ডেবিট কার্ড অথবা পেপ্যাল ।
৫। বিভিন্ন দেশের পেমেন্ট সিস্টেম থেকে আপনার প্রয়োজন মতন দেশেরটি নির্ধারণ করুন ।
সবাইকে শুভেচ্ছা
ভালো থাকবেন
কম টাকায় আপনার ফেসবুক পেজ প্রমোট করাতে যোগাযোগ করুন 01785829489