Site icon Trickbd.com

ফেসবুকে continue reading এর ভিতর কিভাবে লিঙ্ক দিবেন? ১০০%কাজ করবে আমি নিজে করেছি

Unnamed

আস্সালামু আলাইকুম

প্রিয় বন্ধু এবং ভাই সবাই কেমন আছেন?আমি আল্লাহর রহমতে অনেক ভাল আছি।আশা করি আপনারা ভালো আছেন। আর ট্রিকবিডি সাথে থাকলে ভালো থাকার কথা।প্রযুক্তিকে আমরা সবাই ভালোবাসি আর এ প্রযুক্তিকে ছড়িয়ে দেওয়ার কাজে ট্রিকবিডির অবদান আমরা ভুলতে পারবো না। এখন আসল কথায় ফিরে আসি, আজকের টিউনটি ফেসবুক সম্পকিত।আজকের টিউনের উদ্দেশ্য হলো কিভাবে ফেসবুকে Continue Reading এর মাঝে লিষ্ক ব্যাবহার করবেন।আপনারা টিউন দেখে হয়তো বুঝে ফেলেছেন।যা হোক,আমরা ফেসবুক চালাতে বিভিন্ন পেজ তৈরি বা লাইক করি।আমরা অনেক সময় দেখেছি যে যদি কোন স্ট্যাটাস বড় হয় তাহলে সেখানে “continue reading” লেখা থাকে মানে এখানে ক্লিক করলে আপনি পুরো স্ত্যাটাস্টা পড়তে পারবেন।এবার আসল কথা হল, “continue reading” এ আমরা বিভিন্ন পেজ,গ্রুপের লিঙ্ক দিতে পারি অর্থাত এখানে ক্লিক কুরলে সেই পেজ,গ্রুপে চলে যাবে।এতে সবার সাথে প্রতারনা করা হয় কারন একটা ভাল স্ট্যাটাস যখন পড়তে যাবেন তখন “continue reading” ক্লিক করে অন্য পেজে নিয়ে যায়।তখন মন খারাপ হয়ে যায়।এক্ষেত্রে লোভনিয় স্ট্যাটাস দেওয়া হয় যাতে ইউজার সেখানে ক্লিক করে। ফেসবুকে এটা করা হয় পেজের লাইক বাড়ানোর জন্য।এতে ইউজাররা এডমিনদের অনেক গালাগালি করে।তবুও এডমিনরা কিছুই করেনা কারন ওদের কাছে একটা লাইক অনেক বড়।“continue reading” এ কিভাবে লিঙ্ক দিবেন?আমি আপনাদের শিখাচ্ছি।

প্রথমত,আপনার পেজের আইডি কোড বের করুন


এজন্য সহজ পদ্ধতি হলো প্রথমে আপনার ফেসবুকে লগিন করার পর পেজে যাওয়ার পর URL এর জায়গায় একটা লিষ্ক পাবেন সেটা আপনার কোড দেওয়া থাকবে। যেমন আমার পেইজের লিষ্ক হলো:https://free.facebook.com/English-Language-Club-Of-Magra-Pals-Union-High-School-330523937412861/
এবং আমার পেইজের কোড হলো:33052393742861।

নিচে দেখুন এভাবে করতে হবে>>>>

@[এখানে আপনার পেজের আইডি কোড:এখানে আপনার পেজের নামের symbol বা শব্দাংস]এখনে লোভনিয় কিছু স্ট্যাটাস যেমন dial *500*10*105 to get 1 gb free gp internet@@[0:[আবার আপনার পেজের আইডি কোড:1:continue reading]]

এক নজরে

@[260421670783638:করুন] dial *500*10*105 to get 1 gb free gp internet @@[0:[260421670783638:1:continue reading]]

এগুলো আপনারা 0.facebook.com বা m.facebook.com দিয়ে করবেন।facebook.com দিয়ে নাও হতে পারে।

এখানে যেভাবে দিলাম সেভাবেই করবেন,ভুল হলে কিন্তু হবেনা।আর সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন।আর কোনো ভাইয়ের জানা থাকলে বাজে কমেন্ট করবেন না দয়া করে!