স্বাগতম ট্রিকবিডি তে
ক্যামন আছেন সবাই..?
আশা নয়-বিশ্বাস সবাই ভালো আছেন।
ট্রিক বিডি তে যারা থাকে সবাই সর্বদা ভালো থাকে
আজ আমি যে বিষয় টি নিয়ে আলোচনা করবো
সেই বিষয় টি শুরুতে টাইটেল দেখেই বুঝতে পেরেছেন নিশ্চই।
যারা জানেন তারা দয়া করে আর নিচে যাবেন না।
সর্বদা একটি পরিবারের মতো পাশে থাকার জন্য সকল কে ধন্যবাদ।
আর যারা জানেন না তারা দেখুন……!
ফেসবুকে অনেকেই কালার লেখা পোষ্ট করতে চান।
কমেন্টে কালার লেখা লিখতে চান…!
বা সুন্দর করে সাজাতে চান ফেসবুক কে…!
তাহলে আজ এই পোষ্ট ও এপ টি আপনার জন্য।
এই কালার কোডের মাধ্যমে কিভাবে ফেসবুকে কালার
পোষ্ট করবেন।
সেই বিষয়ে এই ট্রিক বিডি সাইটে এক ভাই পোষ্ট করেছেন অনেক আগে।
কিন্তু তিনি সব কালার কোড বা এই এপ সম্পর্কে রিভিউ দ্যায় নি।
আর তাই আমি আজ আপনাদের মাঝে এই পোষ্ট নিয়ে হাজির হলাম।
অনেক কথা বলে ফেললাম এবার কাজে ফিরে যাই।
প্রথমে আপনি আপনার ফেসবুক আইডি লগিন করুন
ফেসবুক অফিসিয়াল এপ বা ফেসবুক লাইট এ
[ Facebook Official App ]
[ Facebook Lite ]
এর পর কালার পিকার এপ টি ওপেন করুন।
[স্ক্রিনসর্ট এ দেখানো স্থানে ট্যাপ করুন এরপর ]
এরপর এখান থেকে সিলেক্ট করুন
এরপর ডান দিকের বার ওপর নিচে করে কালার বাছুন নিজের ইচ্ছে মতো।
আরপর স্ক্রিন্সর্ট এ দেখানো স্থান থেকে কালার কোড কপি করুন।
ফেসবুকে ফিরে যান ও স্ট্যাটাস এ বা কমেন্ট যেখানে কালার কমেন্ট বা স্ট্যাটাস দিতে চান সেখানে পেষ্ট করুন।
উল্লেক্ষ★★★ [ Touched Color: #fff30076 ]
এখানে দেখানো [ Touched Color:# ]
এই অংশটুকু কেটে নিচের দেখানো নিয়ম এ দিন আপনার ফেসবুক বা কমেন্ট এ।
আর [ ] ব্যাকেট এর যায়গায়
স্ক্রিনশট এ দেখানো কোটেশন অনুযায়ী
আপনার কাংখিত লেখাটি লিখুন;
এভাবে ব্যাবহার করুন
ভেতরে নিয়ম অনুযায়ি কোড দিয়ে এর বাইরে থেকে আপনি আপনার পোষ্ট বা কমেন্ট লিখুন।
★নিয়ম [fg=ff00ff15] লেখা রঙিন করতে।
★নিয়ম [bg=ff00ff15]ব্যাকগ্রাউন্ড রঙিন করতে।
আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন।
কি ভাবে আপনি আপনার ফেসবুকে কালার পোষ্ট বা কমেন্ট করতে পারবেন।
বি.দ্র: এই কোড বা কালার এর ব্যাবহার শুধু আপনারা
ফেসবুক অফিসিয়াল এপ বা ফেসবুক লাইট
এর মাধ্যমে ব্যাবহার করতে পারবেন লেখা রঙিন করতে।
আজ এ পর্যন্তই___.
- সবাই ভালো থাকুন
- সুস্থ থাকুন
- থাকুন ট্রিক বিডির সাথেই।
বিঃদ্র…. মানুষ মাত্র ই ভুল হয়ে থাকে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
কোন কিছু জানার বা জানাবার থাকলে ভদ্র ও রুচিশীল ভাষায় কমেন্টে জানাবেন।
আর সবার কাছে বিশেষ আবেদন:: সকলেই ভদ্রতা বজায় রাখুন।
একসাথে একটি পরিবারের মতো
সবার সমস্যায় এগিয়ে আসুন।
এপ্স ডাউনলোড লিংক
কোন পরামর্শ বা মতামত জানাতে ফেসবুক
ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।।