Site icon Trickbd.com

ফেসবুকের ফ্রেন্ড বাদেও আপনাকে যারা মেসেজ পাঠিয়েছে, দেখবেন যেভাবে।

Unnamed

আসসালামু আলাইকুম,,

আশাকরি সবাই ভালো আছেন,,
আজকে আমি আপনাদের যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি, সেটি হলো ফেসবুকে আপনি গ্রুপে বা কোনো সাইটে পোস্ট দিলেন এবং সেই পোস্টে কোনো কারনে আপনার সাথে কন্ট্রাক করার জন্য আইডির লিংক দিলেন কিন্তু সেই পোস্টের ভিউয়ার এর কোনো প্রয়োজন পরলো এবং আপনাকে মেসেজ দিলো এখন সেই মেসেজ টি যেভাবে দেখবেন। প্রথমে আপনার প্রয়োজন হবে একটি মেসেঞ্জার অ্যাপ এর। বর্তমান খুব কম এন্ড্রয়েড ফোন ব্যাবহারকারী মেসেঞ্জার অ্যাপ ব্যাবহার করেন। যদি আপনার মেসেঞ্জার অ্যাপ টি না থাকে তাহলে প্লে-স্টোর সার্চ দিয়ে অ্যাপ টি ডাওনলোড করে নিন। মেসেঞ্জার অ্যাপ এ প্রবেশ করলে নিচের স্ক্রিনশট এর মতো আসবে। তারপর স্ক্রিনশট এ দেখানো মেনু অপশনে ক্লিক করুন।

মেনু অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিনশট এর মতো আসবে, তারপর আপনি People এ ক্লিক করুন।

তারপর Message Request এ ক্লিক করুন।

তারপর আপনাকে যারা মেসেজ করেছে, তাদের লিস্ট চলে আসবে।

এখন আপনি যার মেসেজ একছেপ্ট করতে চান, তার নামের ওপর ক্লিক করুন। তারপর Accept এ ক্লিক করুন।

ব্যাস কাজ শেষ______ পোস্ট টি না বুঝলে কমেন্ট করুন। আর মানসম্মত না হলে রির্পোট করুন কিন্তু বাজে মন্তব্য করবেন না।

এখানে কোনো সাইটের বিজ্ঞাপন দিতে চাইলে মেসেজ দিন।

Exit mobile version