Site icon Trickbd.com

ফেসবুকে যেভাবে পাওয়া যাবে ‘নকল লাইক’! না দেখলে মিস করবেন!!!

Unnamed

__ঢাকা:__ ফেসবুকে ‘নকল লাইক’! সেও আবার
হয় নাকি? জোকস নয় এটা সত্য। সম্প্রতি
ফেসবুকের একটি ভুলের কারণেই এমনটা
হচ্ছে বলে জানা গেছে। লোয়া
বিশ্ববিদ্যালয় ও লাহোর বিশ্ববিদ্যালয়ের
বিজ্ঞানীদের চোখে প্রথম ধরা পড়ে
ফেসবুকের এই গড়মিল।

বিজ্ঞানীরা তদন্ত করে জানতে
পেরেছেন, ‘কলিউশান নেটওয়ার্ক’ এর
মাধ্যমে বিনামূল্যে কোটি কোটি নকল
লাইক পাওয়া সম্ভব হচ্ছে। বিজ্ঞানিরা
জানিয়েছেন, এই নেটওয়ার্কের অন্তর্ভুক্ত

হতে আপনার অ্যাকাউন্টেরর প্রায় সব
অ্যাকসেস গ্র্যান্ট করতে হবে। এটা করে
ফেললেই আপনি যুক্ত হয়ে যাবেন ওই
নেটওয়ার্কে।

নোকিয়া ৬, গ্যালাক্সি নোট ৮, মটো
জি-৫এস প্লাস, এলজি ভি৩০সহ আরও কিছু
ট্রেন্ডিং ফোনে অ্যাপল আইমুভি,
স্পোটিফাই- এর মতো কিছু অ্যাপে ফেসবুক
দিয়ে লগ ইন করলে এই নেটওয়ার্কে ঢুকে
পড়বেন। এরপর আপনি কিছু পোস্ট করলে
তাতে শুরু হবে কোটি কোটি লাইক।

তবে এই নেটওয়ার্কে যোগ দিলে আপনার
বিপদে পড়ার শঙ্কাও রয়েছে। কারণ
বিজ্ঞানীরা জানিয়েছেন, এর মাধ্যমে খুব
সহজেই আপরাধ করা যায়। তখন আপনি
কোনো আপরাধ না করেই ফেঁসে যেতে

পারেন। তাই এই অ্যাপ দিয়ে ফেসবুক
ব্যবহার না করার পক্ষেই বিজ্ঞানীরা মত
দিয়েছেন।

কোন ভুল হলে মাফ করে দিবেন ভাই।

Exit mobile version