আসসালামু আলাইকুম।
টাইটেল দেখে হয়তো অনেকে বুজতে পারেন নাই।
কথাটা হলো আপনি যে ছবিটা প্রোফাইল পিক সেট করবেন সেটা করার সময় সময় দিতে পারবেন।
যেমন এক ঘন্টা,একদিন,এক সপ্তাহ, আর সময় শেষ হলে আপনার আর প্রোফাইল পরিবর্তন করতে হবেনা।
সেটা অটোমেটিক আগের প্রোফাইলে চলে আসবে।
এই সিস্টেম অনেকেরই পছন্দ হয়েছে।
কারন অনেক সময় আমরা ঈদ মোবারক,শুভ নববর্ষ,নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য প্রোফাইল পিকচার পরিবর্তন করে থাকি।
কিন্ত দেখা গেল ঈদ শেষ অথচ প্রোফাইল পরিবর্তন করার সময় পাইনা।
বেশী কথা না বলে কাজে লেগে যাই
আপনি যে ছবিটা প্রোফাইল পিকচার সেট করবেন।
ছবিতে ক্লিক করুন।
এবার ছবির নিছে দেখুন Make Profile Picture ·
লেখা আছে সেটাতে ক্লিক করুন
এখন দেখুন নিচের স্কিনশটেরর মতো আসবে
আপনি কি এই ছবিটিকেই আপনার প্রোফাইলের চিত্র বানানোর ব্যাপারে নিশ্চিত? আপনার বর্তমান প্রোফাইলের চিত্র সবাই দেখতে পাবে৷
আগের প্রোফাইল ছবিতে ফিরে যান
1 ঘণ্টা
1 দিন
1 সপ্তাহ
কখনো না
আপনার ছবিটি কতক্ষণেরর জন্য প্রোফাইল দিতে চান
সেটা মার্ক করুন
ফেসবুকে আইডি হ্যাকিং সহ যে কোন ধরনের টিপস জানুন আর হয়ে যান ফেসবুকে মাস্টার