Site icon Trickbd.com

ফেইসবুক অ্যাকাউন্ট ডিএক্টিভেট এবং ডিলিট সংক্রান্ত কিছু কমন প্রশ্নের উত্তর

১। ফেইসবুক একাউন্ট ডিলিট করতে হয় কিভাবে?

উওরঃ   https://www.facebook.com/help/delete_account  এই লিঙ্কে যান > Delete my account > password দিয়ে ok করেন।  ১৪ দিনের মধ্যে ডিলিট হয়ে যাবে।

নোটঃ আপনি চাইলে এই ১৪ দিনের মধ্যে আবার ডিলেশনের ব্যাপারটা ক্যানসেল করে দিতে পারবেন। এর জন্য লগ ইন করতে হবে। লগ ইন করলে ক্যানসেল করার অপশন টা দিয়ে দেবে।

 

২। ফেইসবুক অ্যাকাউন্ট ডিএক্টিভেট করলেও ম্যাসেজ আসে কেন?

উওরঃ ব্রাউজার থেকে ফেইসবুক একাউন্ট ডিএক্টিভেট করলেও ম্যাসেঞ্জার ডিএক্টিভেট হয় না। যার  জন্য ম্যাসেজ আসে।

 

৩। তাহলে  ফেইসবুক আইডির সাথে ম্যাসেঞ্জার ডিএক্টিভেট করবো কিভাবে?

উওরঃ ম্যাসেঞ্জার ডিএক্টিভেট করতে হলে আগে অ্যাকাউন্ট ডিএক্টিভেট করতে হবে। অ্যাকাউন্ট ডিএক্টিভেট করে ম্যাসেঞ্জারে আসেন।

তারপর পিকের মত  উপরের ডান কোনার ঐ গোল চিহ্নে ক্লিক করেন। এরপর যে পেজ আসবে ঐ পেজের একবারে নিচে Privacy & Terms নামের একটা অপশন পাবেন। ঐখানে ক্লিক করলেই পরের পেজে ম্যাসেঞ্জার ডিএক্টিভেটের অপশন পাবেন। এইখান থেকে ডিএক্টিভেট করলে  আপনার আইডির সাথে ম্যাসেঞ্জার ও ডিএক্টিভেট হয়ে যাবে।