Site icon Trickbd.com

ফেসবুকে ছবি অাপলোড দিলে ঘোলা হয়ে যায়? দেখুন কিভাবে ফেসবুকে HD ছবি অাপলোড দিবেন।

Unnamed

ফেসবুকের অনেক বড় একটি সমস্যা হচ্ছে, যদি ফেসবুকে 1MB কোনো ছবি আপলোড করি তখন ছবিটির কুয়ালিটি ফেসবুক এপ লো করে 40-50KB বানিয়ে ফেলে,

তখন ছবিটির গুনগতমান নষ্ট হয়ে যায় এবং দেখতে অপরিষ্কার এবং ঘোলা মনে হয়, যার প্রভাব পড়ে লাইক কমেন্টের উপড়ে।

তাই আজ আপনাদের দেখাবো কিভাবে ফেসবুকে HD ফটো আপলোড করতে হয়।

ওকে নিচের স্কিনসর্ট অনুযায়ি কাজ করুন।

প্রথমে ফেসবুক এ্যাপ অপেন করুন।
এবার মার্ক করা অংশে ক্লিক করুন

নিচের দিকে যান
App Setting এ ক্লিক করুন।


এবার Upload Photos in HD অপশনটি Enable করে দিন

ব্যাস কাজ শেষ,
এবার দেখুন আগের চেয়ে কত ভাল ছবি আপলোড হয়।

ধন্যাবাদ। ☺☺