Site icon Trickbd.com

যে কোন মোবাইল ব্রাউজার দিয়ে ফেসবুক এ আপনার বানানো প্রোফাইল ফ্রেম আপলোড দিন। কোন প্রকার ঝামেলা ছাড়া

Unnamed

“আসসালামু আলাইকুম ”
আজ আমি কিভাবে মোবাইল দিয়ে যে কোন ব্রাউজার দিয়ে নিজের বানানো প্রোফাইল ফ্রেম আপলোড দিবেন তা দেখাব।

পুর্বের পোস্ট এর সমস্যা


১. ফ্রেম পুরুমাপের করার জন্য মাউস দিয়ে বড় করে নিতে হত। এই পোস্ট এ এই সমস্যার সমাধান দেওয়া হয়েছে।
২. Android এ পোরফিউম প্রো ব্রাউজার ছাড়া ফ্রেম সাইজ বড় করব যেত না। এই সমস্যার সমাধান এই পোস্ট দেওয়া হয়েছে।
৩. রোটেশন কম থাকায়,,,,, রিভিউ করতে ১-২ বা ফ্রেম রিজেক্ট করে দেওয়া হত। এই সমস্যার সমাধান এই পোস্ট দেওয়া হয়েছে।

কিভাবে কাজ করবেন


১. ফ্রেম বানানোর সময়, খেয়াল রাখবেন ফ্রেম এর সাইজ ২০০০*২০০০ ( * মানে গুন) পিক্সাল থাকে। তা না হলে আমার ট্রিক কাজ করবেনা।

২. ফ্রেম বানানো হয়ে গেলে https://www.facebook.com/fbcameraeffects/manage/ উপের লিংক যে কোন মোবাইল ব্রাউজার দিয়ে প্রবেশ করেন। এবার আমার মত ফলো করেন।

তার পর

আমি গুগল ক্রম ব্যবহার করেছি। আপনি আপনার পছন্দের মোবাইল ব্রাউজার html5 support করে তা দিয়ে প্রবেশ করতে পারেন।
৩. এবার নিচের মত আপনার ফ্রেমটি আপলোড দিন।

আপনার ফ্রেমটি auto রোটেট হয়ে বসে যাবে। আর কোন কিছু করতে হবে না। এবার next দিন।

৪.
তার পর নিচের মত আসবে

এবার প্রথম বক্স এ আপনার ফ্রেম এর নাম।
২য় বক্স এ ট্যাগ দিন। যাতে নাম সার্চ করলে দ্রুত সকলে পায়।
তার পর next দিন।
৫. এবার publishe এ ক্লিক করেন। ফেসবুক রিভিউ এর জন্য ১-২ দিন সময় নিবে। যদি ভাল গ্রাফিক্স হয় তা হলে আপলোড এর পর কোন প্রকার রিভিউ না নিয়ে active করে দিবে।
নিচের মত

আজ এই পর্যন্ত। ভুল হলে ক্ষমা করবেন।
কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন অথবা আমার সাথে যোগাযোগ করুন ফেসবুকে
ধন্যবাদ

Exit mobile version