Site icon Trickbd.com

প্রায় ঝগড়া,,,,,,[Fun] আমি কারোর সাথে টক্কর দিচ্ছিনা,,, শুধুমাত্র সবাইকে হেল্প করছি,,,++[Represented ] মোবাইল দিয়ে ফেসবুকের ইউজার নেম চেঞ্জ করুন (যতবার খুশি ততবার) by SK SHARIF

Unnamed


বিঃদ্রঃ আগেও পোস্ট টা করেছিলাম,,,কিন্ত তাতে আমার আর রেজার সাপোর্টার্স দের প্রায় ঝগড়া শুরু হয়ে যাওয়ার উপক্রম ছিল,,,আর আমি চাইনা আমি কোনও ঝগরার কারন হই,,,।
আরেকটা কথা,,, মানুষকে সাহায্য করা আমার পেশা,,, সে হোক বাস্তব জীবনে নাহোক ভার্চুয়াল লাইফে।
কেও যদি তা দেখে হিংসা করেন তাহলে সরাসরি বলুন,,,,,আমি টিউনার হেল্প বন্ধ করে দেব,,,রানা ভাই চাইছে বলেই করছি,,,,আপনারা চাইলে করবনা,,,,,,।
এবার খুশি তো,,প্লিজ হাসুন একবার,,,,।
আর SS নামের একজন কে বলছি,,,কমেন্ট এ টিউনার হেল্প কমেন্ট রেজাও করত,,,,আর যাই হোক রেজা আর আমার লক্ষ একটাই,,, সবাইকে সাহায্য করা,,,ট্রিকবিডিকে সামনে নিয়ে যাওয়া,,,, তো আপনি মাঝে কেন ঈর্ষান্বিত হচ্ছেন? আপনি একজন টিউনার,,,আপনার মুখে গালি শোভা পায়না।

আসসালামু আলাইকুম,,,
আশা করি ভাল আছেন।
আজ দেখাব কিভাবে মোবাইল দিয়ে ফেসবুকের ইউজার নেম চেঞ্জ করবেন তাও আবার যতবার খুশি ততবার।
১ম এই বলে রাখি এটা পুরাতন পোস্ট কিন্ত কপি না,,,,যারা সহ্য করতে পারবেন না তারা দূরে থাকুন।

১ম প্রশ্নঃ

User Name কি?

উঃ ইউজার নেম হলো লগইন করার একক যা প্রবেশ করিয়ে নাম্বার ছাড়াউ লগইন করা যায়,।
২য় প্রশ্নঃ কিভাবে চেঞ্জ করব?
উঃ ১মে চেঞ্জ করতে কম্পিউটার লাগত কিন্ত এখন লাগেনা।
৩য় প্রশ্নঃ কি কি দেয়া যাবে?
উঃ ডিজিট ও সংখ্যা সবকিছুই।
৪র্থ প্রশ্ন: কতবার চেঞ্জ করা যাবে?
উঃ ফেসবুক আইনে ১ বার নিজের মত দিলে আর না কিন্ত এই ট্রিকস কাজে লাগিয়ে Unlimited করব আমরা,,,,,

৫ম প্রশ্নঃ কিভাবে চেঞ্জ করব?
উঃ
১ম এ মেসেঞ্জার ওপেন করুন।

তারপর প্রোফাইলে ক্লিক করুন

তারপর এইখানে ক্লিক করে Edit Username এ ক্লিক করুন।
তারপর ইচ্ছামত দিন,,, যদি এটা অন্য কেও না নিয়ে থাকে তবে টিক চিনহ ভাসবে নয়ত লাল লেখা দেখা যাবে,,।
টিক আসলে ক্লিক করে সেভ করে নিন ব্যাস কাজ শেষ।


আরে যাচ্ছেন কোথায়?
যারা কন্ট্রিবিউটর তাদের বলছি! ভালমানের কপি মুক্ত পোস্ট করুন আর হয়ে যান Author! তো আর দেরি কেন?
এখন ভাবছেন পোস্ট করলেই কি পোস্ট তো পাবলিশ হয়না!
আরে ভাই আগে করেই দেখুন না কি হয়! আমি তো আছিই,,,আপনাদের পাশে,, আপনাদের সেবা করতে,,,।