Site icon Trickbd.com

দেখুন কিভাবে ফেচবুক গ্রুপের ইউজার নেম চেঞ্জ করবেন।

Unnamed

আশা করি সবাই ভাল আছেন।
আমিও ভাল আছি।

আজ দেখাবো কিভাবে ফেচবুক গ্রুপের ইউজার নেম চেঞ্জ করতে হয় তাও আবার মোবাইল দিয়ে।

বিঃদ্রঃ অনেকেই এটা জানেন আবার অনেকেই এটা জানেন না।যারা জানেন না শুধু মাত্র তাদের জন্য এই পোস্ট

যা যা লাগবে

Download Link

১.প্রথমে puffin অথবা chrome browser ইন্সটল করুন।
২.তারপর http://web.facebook.com এ ক্লিক করে ফেচবুকে লগিন করুন।
৩.এরপর puffin/chrome browser এর উপরে ডান পাশে তিনটা DOT এ ক্লিক করে (Request Desktop Site) On করুন।

৪.তারপর এই লিংকে প্রবেশ করুন।

৫.আপনি যে গ্রুপের ইউজার নেম চেঞ্জ করতে চান সেই গ্রুপটি সিলেক্ট করুন।

৬.এখন নিচের screenshot ফলো করুন।

৭.এখন Customize Address এ ক্লিক করুন।

৮.এখন একটা বক্স আসবে সেখানে আপনার কাংখিত ইউজার নেম টা বসান। এবং Customize Address এ ক্লিক করুন।

৯.আপনার গ্রুপের ইউজার নেম সেট করা শেষ।আপনি চাইলে এটা চেঞ্জও করতে পারেন। এজন্য আপনাকে change Address এ ক্লিক করে চেঞ্জ করতে হবে।

১০.সব কাজ হয়ে গেলে Save এ ক্লিক করুন।

সবাইকে ধন্যবাদ।

চাইলে আমার গ্রুপে ঘুরে আসতে পারেন।

Me Facebook