Site icon Trickbd.com

আপনার বানানো ফেসবুক ফ্রেম যেভাবে ব্যবহার করবেন। দেখে নিন

Unnamed

“আসসালামু আলাইকুম ” সবাই কেমন আছেন?
আমাকে কিছু দিন আগে এক ট্রিকবিডির গ্রাহক বলেছে। তার ফেসবুক প্রোফাইল ফ্রেম active হয়েছে। কিন্তু সে কিভাবে ব্যবহার করবে?। এই নিয়ে এর আগেও একটা পোস্ট ট্রিকবিডিতে হয়েছে। তার পরও আবার পোস্টি করার আগে তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।চলুন শুরু করি।

কিভেব ফ্রেম ব্যবহার করবেন


১. প্রথমে আপনাকে আপনার pc. বা মোবাইল এর গুগুল ক্রম ব্রাউজারটি ওপেন করুন।
২. এবার https://web.facebook.com/profilepicframes/?selected_overlay_id= এখানে আপনার ফ্রেম id দিন&profile_id= এখানে আপনার প্রোফাইল id দিন।
৩. প্রশ্ন: কিভাবে ফ্রেম আইডি পাবো

উত্তর:


(I). প্রথমে নিচের লিংকে যান https://www.facebook.com/fbcameraeffects/manage/ তার পর আপনার ফ্রেম এর উপর ক্লিক করলে নিচের মত আসবে

address বার এর শেষ এ যে নাম্বার দেখতে পাচ্ছেন তা আপনার ফ্রেম id
(ii). ফ্রেম আইডি কফি করে রাখুন।
৪.

প্রশ্ন: কিভাবে প্রোফাইল আইডি পাব


(I). প্রথমে আপনার ফ্রেসবুক অ্যাপ ওপেন করুন।
(ii). আপনার টাইম লাইনে যান। এবার একটি পোস্ট সিলেক্ট করুন।
(iii). তার পর নিচের মত (…) চিহ্নে ক্লিক করুন যার মোবাইল ব্রাউজার তার টাইম লাইনে গিয়ে যে কোন post এর address বার কপি করুন নিচের মত
আমি আমার পেজ এ ফ্রেম ব্যবহার করব বলে পেজ এর পোস্ট এর লিংক কপি করেছি।
(iv). লিংক কফি করুন। নিচের মত,

(v). আপনার লিংক এর শেষ এর number আপনার প্রোফাইল id

(vi). id কপি করে রাখুন।
৫. এবার আমি যে লিংক ২নং সিফট এ দিয়েছিলাম, সেখানে ৩নং সিপট থেকে পাওয়া ফ্রেম আইডি ও ৪নং সিপট প্রোফাইল আইডি দিয়ে প্রবেশ করুন।
উদাহরণসরূপ: লিংক টা এমন হবে https://web.facebook.com/profilepicframes/?selected_overlay_id=122412318443286&profile_id=100011428153878
প্রবেশ করা হলে নিচের মত আসবে

তার পর চেঞ্জ দিলেই আপনার প্রোফাইল এ আপনার বানানো ফ্রেমটি বসে যাবে।

আজকের মত এপর্যন্ত
কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন অথবা আমার সাথে যোগাযোগ করুন ফেসবুকে
চাইলে আমার youtube channel ঘুরে আসতে পারেন।
ধন্যবাদ