“আসসালামু আলাইকুম”
সবাই কেমন আছেন?
আপনারা হয়ত অনেকে জানেন না কিভাবে আপনার facebook account, facebook থেকে লক হয় । আজ আসুন জেনে নেই নিজের ফেসবুক account এর সেফটি নিশ্চিত করি।
কেন ফেসবুক আইডি লক হয়
১. ফেসবুক এর প্রোফাইল ১০০% Complete না করলে।
২. সঠিক তথ্য না দিয়ে ফেসবুক account খুললে।
৩. আনকমন নাম ব্যাবহার করলে। যেমন: ছন্দ নাম, নিল আকাশের মেঘ, ধানবাড়ি, কপালকুণ্ডলা, নিষিদ্ধ লোবান, বিষাদ সিন্ধু ইত্যাদি। আর অনেক আছে।
৪. অতিরক্ত ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠালে।
৫. লাইভ ভিডিও কপি করলে। যেমন: ক্রিকেট খেলা বেআইনি ভাবে নিজের প্রোফাইল লাইভ শো করালে। আপনি ব্লক খাবেন।
৭. স্ট্যাম্প করলে।
৮. কেউ যদি আপনাকে রিপুর্ট করে। [নোট: এটা শুধু তাদের id তে কাজ করবে যাদের account অবৈধ। ]
কিভাবে id সেফটি দিবেন
১. অবশ্যয় প্রোফাইল ১০০% Complete করবেন।
২. নিজের অরিজিনাল প্রোফাইল পিকচার দিয়ে ফেসবুক খুলবেন। এর ফলে আপনার account storng হবে।
৩. কোন অশ্লীল পোস্ট করবে না।
৪. আপনার ফেসবুক আইডিতে চেনা পরিচিত বন্ধু রাখুন।
৫. বন্ধুর সংখ্যা অল্প রাখুন।
এ সব কিছু ফলো করলে আপনার আইডির কোন সমস্যা হবে না।
এর পর আমি ফেসবুক এর ইন্টান্স সার্ভিস এর মাধ্যামে ফেসবুক ফ্যান পেজ থেকে টাকা ইনকাম এর উপাই সম্পর্কে লিখব। ইনশাল্লাহ
আজকের মত এপর্যন্ত
কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন অথবা আমার সাথে যোগাযোগ করুন ফেসবুকে
ধন্যবাদ