Site icon Trickbd.com

ফেসবুকে আপনি যার যার ফটো/পোস্ট লাইক দিয়েছেন সব দেখতে পারবেন খুব সহজে।

Unnamed


পুরনো কথা মনে করিয়ে দিতে ফেসবুক চালু করেছিল ‘অন দিস ডে’ নামের একটি ফিচার। তবে এর বাইরেও যদি পুরনো আরও কিছু দেখতে চান, তাহলে আপনার জন্যই ফেসবুকের এই ফিচারটি। ফিচারটি ব্যবহার করে এখন পর্যন্ত আপনি যেসব ছবি ও পোস্টে লাইক দিয়েছেন, তা দেখতে পারবেন।

আপনার লাইক দেওয়া সব ছবি দেখতে চাইলে ফেসবুকের সার্চ বারে গিয়ে লিখুন

photo like by me

তাহলে আপনার লাইক দেওয়া সব ছবি দেখতে পারবেন।


আর লাইক দেওয়া সব পোস্ট দেখার জন্য সার্চবারে গিয়ে লিখুন

posts liked by me

তাহলে সব পোস্ট দেখতে পারবেন।

তবে এই ফিচারটি ব্যবহার করে যে শুধু নিজের লাইক দেওয়া ছবি ও পোস্ট দেখতে পারবেন তা নয়। এর মাধ্যমে দেখা যাবে বন্ধু তালিকায় থাকা কিংবা না থাকা কোনো ব্যক্তির লাইকের ইতিহাসও।
এমনকি মার্ক জাকারবার্গ কখন কোন পোস্ট কিংবা ছবিতে লাইক দিয়েছে, তাও দেখার সুযোগ আছে এই ফিচারটিতে।

এর জন্য শুধু me এর জায়গায় যার পোস্ট দেখতে চান তার নাম লিখুন

যেমনঃ photo like by Arman Hossain

Full Credit: Arman Hossain (Author At-Futurebd24.Com)
প্রথম প্রকাশিত:Futurebd24.Com