Site icon Trickbd.com

মেসেঞ্জার অ্যাপ ব্যবহার না করে মেসেঞ্জার দিয়ে বন্ধুদের সাথে চ্যাট করুন খুব সহজে।

“আসসালামু আলাইকুম”
সবাই কেমন আছেন?
আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন।
আমরা সবাই মেসেঞ্জার অ্যাপ এর সাথে পরিচিত। এর মাধ্যমে আমরা খুব সহজে মেসেজ ফেসবুকে ফ্রেন্ডের করতে পারি। আমরা হয়ত অনেকে জানিনা মেসেঞ্জার অন্যভাবে ও ব্যবহার করা যায়। যারা পিসি ইউজার তাদের জন্য আমার এই টিপস টি অনেক কার্যকর।
আসুন জেনেনেই কিভাবে মেসেঞ্জার অ্যাপ ছাড়া মেসেঞ্জার দিয়ে আপনার বন্ধুর সাথে চ্যাট করবেন।

যা যা করতে হবে

  1. Android হলে ডেক্টপ ভার্সন অন করে আমার দেওয়া লিংক এ পরবেশ করতে হবে।
  2. যে কোন ডেক্টপ ভার্সন সাপুর্ট ব্রাউজার দিয়ে ব্যবহার করতে পারবেন।

কিভাবে কাজ করবেন

    1. প্রথমে এই লিংক এ প্রবেশ করুন
      https://www.messenger.com/login.php?
    2. লিংক এ প্রবেশ করার পর নিচের মত আসবে।
    3. এর পর আপনার ব্রাউজার এ যদি আগে থেকে ফেসবুক লগিন থাকবে তা হলে Continue as দিবেন। আর যদি লগইন না থাকে তাহলে Switch account গিয়ে আপনার নাম্বার আপার পাসওয়ার্ড দিয়ে লগইন দিন।
    4. এর পর লগইন হয়ে গেলে মেসেঞ্জার অ্যাপ এর মত মেসেজ চ্যাট করতে পারবেন। 

নিরাপত্তার কারণে পরের  স্কিন সট টা দিতে পারলাম না। এবাবে মেসেঞ্জার এর চ্যাট এর মজা নিতে পারেন মেসেঞ্জার এর অফিসিয়ার ওয়েব সাইট এর মাধ্যমে।

ধন্যবাদ

কোন সমস্যা হলে নিচে কমেন্ট করুন। অথবা আমার সাথে
facebook যোগাযোগ করুন।