Site icon Trickbd.com

মেসেঞ্জারে,ফেসবুকে তো অনেক খেললেন এবার Facebook Lite-এও গেম খেলুন

Unnamed

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন ?

আপনাদের সাথে ফেসবুকের নতুন একটি ট্রিক সেটার করতে যাচ্ছি।
আপনারা নিশ্চই ফেসবুক গেম সম্পর্কে জানেন।অনেকে খেলেছেনও।আর এটা নিশ্চই জানেন গেমগুলো কেবলমাত্র মেসেঞ্জার,ফেসবুকের অফিসিয়াল অ্যাপ এবং ব্রাউজারেই খেলা যায়। গেমগুলো ফেসবুক লাইটে খেলা যায় না। আজ দেখবো, কিভাবে ফেসবুক লাইটেও গেমগুলো চালানো যায়। একই সাথে ফেসবুক লাইটকে কিভাবে ডেস্কটপ ভার্সনে নেওয়া যায় তাও দেখবো।

চলুন শুরু করা যাক:

প্রথমে
ফেসবুক লাইট ওপেন করে মেনুবারে ক্লিক করুন।নিচের দিকে থাকা Help অপশনে ক্লিক করুন।

◼ সার্চবারে লিখুন “Profile id” এবং সার্চ দিন।

◼ এরপর ৫ নম্বর বা এর কাছাকাছি

“How are usernames and user IDs used on Facebook profiles?”

লেখাটিতে ক্লিক করুন।

◼ পরবর্তী পেজে “create এ username” লেখাটাতে ক্লিক করুন।

◼ লোড নেওয়ার পর ডেস্কটপ view দেখতে পাবেন।এখন থেকে আপনি ডেস্কটপের বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন।

◼ ডান দিকে একদম কোনায় যে ম্যাসেঞ্জারের চিহ্ন রয়েছে ওটাতে ক্লিক করুন।আপনার বন্ধুদের show করবে। সেখান থেকে আপনার যেকোনো একজন বন্ধুকে সিলেক্ট করুন।

◼ নতুন পেজটার একদম নিচে ? Game আইকনটিতে ক্লিক করুন।অনেকগুলো গেম শো করবে। এখান থেকে আপনার পছন্দমত গেম বাছাই করে play লেখাতে করলেই গেম লোডিং হতে শুরু করবে।

◼ ১০০ পর্যন্ত হলেই গেম চালু হবে।তারপর মজা করে খেলতে থাকুন।

এতক্ষণ পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ।
এই লেখাটি আগে কোথাও দেয়া হয় নি।

পোষ্টটি সম্পুর্ন নিজে থেকে লেখা।তাই ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
Copyright: উন্মুক্ত
Exit mobile version