আজকের টপিক এর সারসংক্ষেপ:
অনেকদিন ট্রিকবিডিতে আসা হয় না।
তাই আমরা সকলেই চাই, যাতে এটি আমাদের Facebook Profile এ About- Work কলামে এ থাকুক।
আপনারা অনেকে হয়ত সরাসরি Add Work বাটন থেকে “আপনার পেইজ” আপনার Profile এ এড করতে চেয়েছেন কিন্তু সার্চ রেজাল্ট এ পান নি। এই পদ্ধতিতে এড করলেও, তা “আপনার পেইজ” দেখায় না, “নতুন পেইজ” দেখায়।
- তাই আজকে, কিভাবে আপনার Facebook Profile এ
Admin/Editor at “আপনার অরিজিনাল পেইজ” দিবেন তার পদ্ধতি শেয়ার করব।
যা যা লাগবে
১. Puffin অথবা Chrome Browser
(recommending to use Puffin)
২. ধৈর্য।
স্টেপ্স
১. Puffin Browser ওপেন করুন। (Desktop Mode অন থাকা আবশ্যক)
২. Enter URL থেকে www.facebook.com এ যান।
৩. আপনার Profile এ যান।
৪. About এ ক্লিক করুন।
৫. Life Events এ যান।
৬. Add a life event এ ক্লিকান।
৭. Work and Education এ চাপেন।
৮. New Job সিলেক্ট করুন। একটা পপ আপ ফর্ম আসবে।
৯. ফর্মটি নিম্নলিখিত ভাবে ফিলাপ করুন-
- Employer: আপনার পেইজের সম্পূর্ণ নাম।
- Position: Admin অথবা Editor. (স্ক্রিনশট এর মত সিলেক্ট করতে হবে)
* Date ইচ্ছা হলে দিন।
এবার আপনার Profile গিয়ে দেখুন আপনার পেইজ শো করছে কি না!
- ভিডিও টিউটোরিয়াল:
- ভিডিও লিংক (UC Mini ইউজার দের জন্য):
★★How to add work in Facebook as an Editor or Admin of your own page
- Facebook: Zun
- সবাইকে ধন্যবাদ