Site icon Trickbd.com

ফেসবুকের লেখাকে বোল্ড, আন্ডারলাইন এবং ডিলিটেড সিস্টেম করে স্ট্যাটাস এবং কমেন্ট করুন…!!

Unnamed

আসসালামু আলাইকুম

আশাকরি সবাই ভালো আছেন? কেননা ট্রিকবিডির সাথে থাকলে সবাই ভালোই থাকে! আমিও আলহামদুলিল্লাহ্‌ ভালোই আছি। এবারে কাজের কথায় আসি?

আজকের বিষয়ঃ ফেসবুকের লেখাকে বোল্ড এবং আনডারলাইন করে যেভাবে, তাই নিয়ে।

★ চলুন আগে একটি ডেমো দেখে নেইঃ

সিম্পল একটি বিষয়, আর এইটা করার জন্য কোড গুলোও খুবই সিম্পল! হয়তো অনেকেই জানেন, আবার হয়তো অনেকেই জানেন না। যারা জানেনা আমি তাদেরকে জানানোর জন্যই এই পোস্ট করলাম। তাই যারা জানেন তারা আশাকরি কমেন্ট এরিয়ার সৌন্দর্য নষ্ট করবেন না।

★ চলুন তাহলে কোড গুলো দেখে নেইঃ-

এই কোড গুলো দিয়ে লেখা শুধু মোটা/বোল্ড করতে পারবেন।

এই কোড গুলো দিয়ে লেখা Underline করতে পারবেন, যদি বাংলা লেখা হয় তাহলে Deleted সিস্টেম হয়ে যাবে।

এইটা শুধু ফেসবুক লাইট এর জন্য কার্যকরী

আশাকরি বুঝতে পেরেছেন? আর না বুঝলে কমেন্টে জানাবেন, আমি আরো ভালো করে বুঝাতে চেষ্টা করবো ইনশাআল্লাহ!

ভালো লাগলে কমেন্টে জানাবেন, আর যেকোনো প্রয়োজনে ফেসবুকে আসতে পারেন?

সুস্থ্য থাকুন, ভালো থাকুন! ট্রিকবিডির সাথেই থাকুন। (ধন্যবাদ)

Exit mobile version